PSC Clerkship Practice Set 49: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship Practice Set 49: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আপনারা যারা WBPSC Clerkship 2023-24 পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন কেবল মাত্র তাদের জন্য, আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপলোড করে চলেছি। প্রস্তুতিরত চাকরিপ্রার্থীরা যদি প্রতিদিন আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করতে পারেন, competitive পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে পারবেন। তাই প্রতিদিন আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে সাফল্যের দিকে এগিয়ে যান। 

(১). নিন্মুক্ত দিল্লি সুলতানের মধ্যে কে দ্বিতীয় আলেকজান্ডার উপাধিতে ভূষিত হয়ে এবং বিশ্ব বিজয় করতে চেয়েছিলেন  

(i) গিয়াসউদ্দিন বলবন (ii) আলাউদ্দিন খিলজী  (iii) মহম্মদ বিন তুঘলক (iv) এদের কেউই নন     

(2). সুলতানি আমলে ইকতা কি?

(i) একজন গুরুত্বপূর্ণ কর্মচারী (ii) একপ্রকার অভিবাদন (iii) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান (iv) উপরের কোনোটিই নয়    

(3) ইবন বতুতা কখন ভারতে আসেন?

(i) মোহাম্মদ বিন তুঘলক (ii) আকবর (iii) আলাউদ্দিন খলজী (iv) ইলতুৎমিস         

(4). দিল্লির কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর তৈরী করেছিলেন? 

(i) বলবন (ii) ইলতুৎমিস (iii) ফিরোজ শাহ তুঘলক (iv) মহম্মদ বিন তুঘলক      

(5). পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ টি নিচের ___ পর্বতশ্রেণীর অংশভুক্ত।   

(i) সিঙ্গালিলা পর্বতশ্রেণী (ii) দার্জিলিং পর্বত শ্রেণী (iii) জয়ন্তী পাহাড় (iv) উপরের কোনোটিই নয়  

(6). পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি?

(i) ২১৪৫ (ii) ১৬১৭ (iii) ৩৩০০ (iv) ২২৭২

(7). আয়রন দ্রবীভূত হয় না। 

(i) ঠান্ডা লঘু HNO3 তে (ii) গরম লঘু HNO3 তে (iii) ধূমায়ীত HNO3 তে (iv) উপরের কোনোটিই নয়       

(8). উষ্ণতা বৃদ্ধি পেলে নিচের কোনটির রোধ হ্রাস পায়?

(i) লোহা (ii) তামা (iii) পারদ (iv) সিলিকন  

(9). মুদ্রাস্ফীতজনিত  মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে এই নির্দেশ দেয়   

(i) স্টাটুইটারি লিকুইডিটি রেসিও (এস এল আর) কমানো (ii) ঋণের ওপর সুদের হার কমানো  (iii) মূলধনের বাজার থেকে বন্ড কেনা (iv) ক্যাশ রিজার্ভ রেশিও (সি আর আর) বৃদ্ধি   

(10). শিল্প সম্প্রসারনের জন্য প্রয়োজনীয় মেয়াদী ঋণ সরবরাহ করে প্রধানত কোন ব্যাংক?

(i) উন্নয়ন ব্যাংক সমূহ  (ii) বাণিজ্যিক ব্যাংক সমূহ  (iii) সমবায় ব্যাংক (iv) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 

Ans: (1) আলাউদ্দিন খিলজি (2) কোন গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদা (3) মোহাম্মদ বিন তুঘলক (4) ফিরোজ শাহ তুঘলক (5) সিঙ্গালিলা পর্বতশ্রেণী (6) ২২৭২ (7) ধূমায়ীত HNO3 তে (8) সিলিকন (9) ক্যাশ রিজার্ভ রেশিও (সি আর আর ) বৃদ্ধি (10) উন্নয়ন ব্যাংক সমূহ। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button