ICDS Anganwadi Practice Set 21: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi পরীক্ষার 21 তম প্র্যাক্টিস সেট নিয়ে চলে এলাম। যে প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রশ্নগুলি প্রচুর এনালাইসিস করার পর সিলেক্ট করা হচ্ছে। এই পরীক্ষাটিতে আগে খুব বেশি ডিপলি প্রশ্ন আসতো না। তবে বর্তমানে এই পরীক্ষায় যথেষ্ট ইন-ডেপ্থ প্রশ্ন করা হবে বলে জানা গিয়েছে। তাই আপনারা তেমনভাবেই প্রস্তুতি শুরু করুন।

প্রতিযোগিতার কথা মাথায় রেখে আমরা আমাদের প্র্যাকটিস সেট গুলিতে ডিপলি প্রশ্ন দেওয়ার চেষ্টা করছি। যাতে করে আপনারা এই প্র্যাকটিসের গুলি থেকে অনেক বেশি উপকৃত হন। চলুন আজকের প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানী নিন্মলিখিত কোথায় স্থানান্তরিত করেছিলেন?

(i)  মুর্শিদাবাদ (ii) গৌড় (iii) পান্ডুয়া  (iv) মুঙ্গের   

(2). সিরাজউদদৌলা __ সিংহাসনে বসে?

(i)  ১৭৩৯  (ii) ১৭৫৬  (iii) ১৭৫৭ (iv)  ১৭০৭ 

(3). টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ___ এর হাতে।

(i)  লর্ড কর্নেওয়ালিস  (ii) লর্ড ডালহৌসি   (iii) জন শোর (iv)  লর্ড ওয়েলেসলী 

(4). রঞ্জিত সিংহ __ মিসলের নেতা ছিলেন?

(i)  ভাঙ্গি মিসল (ii) কানহেয়া মিসল  (iii)   সুকার চাকিয়া মিসাল (iv)  গোবিন্দ মিসল      

(5).  ভারতের কোন রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে?

(i)  বিহার   (ii)  মধ্যপ্রদেশ  (iii)  উত্তর প্রদেশ   (iv) অন্ধপ্রদেশ 

(6).  ___ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা  গেছে। 

(i)  উত্তর প্রদেশ  (ii) মহারাষ্ট্র  (iii) মধ্য প্রদেশ  (iv)  অন্ধ্রপ্রদেশ 

(7).  ইনসুলিন হল __

(i)  ক্ষুদ্রান্তের কলাকোষ   (ii) বৃক্ক কলাকোষ   (iii)  লোহিত রক্ত কণিকা   (iv) উপরের কোনোটিই নয়   

(8). জিন প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোনের নাম কি?

(i)  টেস্টোস্টেরন   (ii) থাইরক্সিন )(iii)  ইনসুলিন (iv)  ইস্ট্রোজেন  

(9).  সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন__.

(i)  আবুল কালাম আজাদ (ii)  ডক্টর রাজেন্দ্র প্রসাদ  (iii)  রাজা গোপালাচারি  (iv)  ডক্টর আম্বেদকর 

(10).  যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় কার প্রতিবেদনের মধ্যে দিয়ে?

(i) শরৎ বসু (ii)  শ্যামাপ্রসাদ মুখার্জী  (iii)  মতিলাল নেহেরু  (iv)  রাজা গোপালাচারি 

Ans: (1) মুর্শিদাবাদ (2) ১৭৫৬ (3) লর্ড ওয়েলেসলী(4) সুকার চাকিয়া মিসাল (5)উত্তর প্রদেশ (6)মধ্য প্রদেশ (7) উপরের কোনোটিই নয়, (8)   ইনসুলিন (9) ডক্টর রাজেন্দ্র প্রসাদ, (10) মতিলাল নেহেরু 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button