ভিটামিন থেকে 50 টি সেরা প্রশ্ন, চাকরি পরীক্ষায় 100% গ্যারান্টি কমন আসবেই

আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য আমাদের বিশেষজ্ঞ টিমের তরফ থেকে ভিটামিনের উপর নতুন একটি টপিক প্রস্তুত করা হলো। যেখানে ভিটামিনের উপর বাছাই করা 50 টি সেরা প্রশ্ন আলোচনা করা হয়েছে। যেগুলি চাকরি পরীক্ষার জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো চাকরি পরীক্ষায় ভিটামিনের উপর এই প্রশ্নগুলির মধ্য থেকে প্রশ্ন আসবেই আসবে। তাই আপনাদের জন্য আজকের এই বিশেষ নোটস আমাদের wbexamguide.com এর তরফ থেকে দেওয়া হল। আমাদের গাইড আপনার সাফল্য।

রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? 

(i) ভিটামিন E, (ii) ভিটামিন A (iii) ভিটামিন K (iv) ভিটামিন C 

Ans: ভিটামিন A

একটি মানুষ বেরিবেরি রোগে ভুগছে। কোন ভিটামিনের অভাবে এই রোগ হয়ে থাকে?

(i) ভিটামিন A, (ii) ভিটামিন B (iii) ভিটামিন K (iv) ভিটামিন D 

Ans: ভিটামিন B1 

কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

(i) ভিটামিন E, (ii) ভিটামিন A (iii) ভিটামিন K (iv) ভিটামিন C 

Ans: ভিটামিন A

কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?

(i) ভিটামিন D, (ii) ভিটামিন K (iii) ভিটামিন A (iv) ভিটামিন C 

Ans: ভিটামিন C (রাসায়নিক নাম – অ্যাসকরবিক অ্যাসিড)

লেবুতে কোন ধরনের ভিটামিন পাওয়া যায়?

(i) ভিটামিন D, (ii) ভিটামিন K (iii) ভিটামিন A (iv) ভিটামিন C 

Ans: ভিটামিন C

কে ভিটামিন নামকরণ করেন?

(i) ক্যাসিমের ফাঙ্ক (ii) কুহনে (iii) বাইজারিঙ্ক (iv) ইরহেনবার্গ

Ans: ক্যাসিমের ফাঙ্ক

কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে?

(i) ভিটামিন A, (ii) ভিটামিন B (iii) ভিটামিন C (iv) ভিটামিন K 

Ans: ভিটামিন K

যকৃতে কোন ভিটামিন সংশ্লেষিত হয়?

(i) ভিটামিন A, (ii) ভিটামিন D (iii) ভিটামিন B12 (iv) ভিটামিন E 

Ans: ভিটামিন D

নিরামিষ ভোজীরা নিম্নে উল্লেখিত কোন খাদ্যের মাধ্যমে ভিটামিন এবং খনিজ সংগ্রহ করে?

(i) চাল ও সরিষা (ii) কালো ছোলা ও গম (iii) সয়াবিন ও দুধ (iv) শাক সবজি ও ফলমূল 

Ans: শাক সবজি ও ফলমূল

ভিটামিন D এর অভাবে কোন ধরনের রোগ হয়? 

(i) রিকেট (ii) রাতকানা (iii) চুল উঠে যায় (iv) স্কার্ভি 

Ans: রিকেট

কর্ড লিভার ওয়েলে কি কি ভিটামিন পাওয়া যায়?

(i) ভিটামিন A এবং D (ii) ভিটামিন A এবং C (iii) ভিটামিন A এবং E (iv) ভিটামিন A এবং B

Ans: ভিটামিন A এবং D

ভিটামিন K তে কোন উপাদান থাকে? যার কারণে রক্ততঞ্চনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে __

(i) প্রোথ্রমবিন (ii) থ্রম্বোপ্লাস্টিন (iii) ফাইব্রিনোজেন (iv) কোনটি নয়

Ans: প্রোথ্রমবিন

কোন ভিটামিনের কারণে গ্লুকোজ থেকে রেচন ভিটামিন সংশ্লেষিত হয়?

(i) ভিটামিন A (ii) ভিটামিন C (iii) ভিটামিন E (iv) ভিটামিন B

Ans: ভিটামিন C

কোন ভিটামিন ফ্যাটে বা তেলে দ্রবীভূত হয়?

(i) ভিটামিন P (ii) ভিটামিন C (iii) ভিটামিন D (iv) ভিটামিন B

Ans: ভিটামিন D

ভিটামিন P এর রাসায়নিক নাম কি?

(i) সাইটিন (ii) রেটিনল (iii) সাইট্রিক অ্যাসিড (iv) কোনোটাই না

Ans: সাইটিন

কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

(i) ভিটামিন A (ii) ভিটামিন C (iii) ভিটামিন D (iv) ভিটামিন E

Ans: ভিটামিন C

দুধ জাতীয় দ্রব্যে কোন খাদ্য উপাদানের অভাব থাকে?

(i) CA এবং ভিটামিন C (ii) FE এবং ভিটামিন C (iii) CA এবং ভিটামিন A (iv) FE এবং ভিটামিন A

Ans: FE এবং ভিটামিন C

মানব ত্বকে কোন যৌগ থেকে ভিটামিন D সংশ্লেষিত হয়?

(i) বিটা সায়ানিন (ii) বিটা ক্যারোটিন(iii) ক্যালসিফেরল (iv) 7 ডিহাইড্রোকোলেস্টেরল 

Ans: 7 ডিহাইড্রোকোলেস্টেরল

বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন কোনটি?

(i) ভিটামিন C (ii) ভিটামিন D (iii) ভিটামিন E (iv) ভিটামিন K

Ans: ভিটামিন E

জলে দ্রাব্য ভিটামিন কোনটি?

(i) ভিটামিন C (ii) ভিটামিন D (iii) ভিটামিন E (iv) ভিটামিন K

Ans: ভিটামিন B এবং C

অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে?

(i) ভিটামিন B1 (ii) ভিটামিন B3 (iii) ভিটামিন B5 (iv) ভিটামিন B12

Ans: ভিটামিন B12

বলতে পারবেন রক্ত তঞ্চনের জন্য কোন ভিটামিন দায়ী?

(i) ভিটামিন C (ii) ভিটামিন D (iii) ভিটামিন K (iv) ভিটামিন E

Ans: ভিটামিন K

ভিটামিন A এর প্রোভিটামিন__

(i) রেটিনল (ii) বিটা ক্যারোটিন (iii) ক্যালসিফেরল (iv) পাইরিথায়ামিন

Ans: বিটা ক্যারোটিন

জেরফথালমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে?

(i) ভিটামিন K (ii) ভিটামিন A (iii) ভিটামিন E (iv) ভিটামিন C

Ans: ভিটামিন A

টোকোফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম?

(i) ভিটামিন K (ii) ভিটামিন B12 (iii) ভিটামিন E (iv) ভিটামিন C

Ans: ভিটামিন E

ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম?

(i) ভিটামিন K (ii) ভিটামিন A (iii) ভিটামিন E (iv) ভিটামিন D

Ans: ভিটামিন D

পান্টোথেনিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম?

(i) ভিটামিন B2 (ii) ভিটামিন B3 (iii) ভিটামিন B5 (iv) ভিটামিন B12

Ans: ভিটামিন B5

কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রুনের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে?

(i) ভিটামিন A (ii) ভিটামিন C (iii) ভিটামিন E (iv) ভিটামিন K

Ans: ভিটামিন E

বায়োটিন নামক ভিটামিনের পূর্ব নাম ___

(i) ভিটামিন H (ii) ভিটামিন G (iii) ভিটামিন K (iv) ভিটামিন M 

Ans: ভিটামিন H

অ্যান্টিস্টেরিলেটিক ফ্যাক্টর কোন ভিটামিনকে বলা হয়ে থাকে?

(i) ফাইলোকুইনন (ii) ক্যালসিফেরল (iii) রেটিনল (iv) টোকোফেরোল

Ans: ভিটামিন E – টোকোফেরোল

অ্যাভিডিন কি?

(i) প্রোভিটামিন (ii) অ্যান্টিভিটামিন (iii) ভিটামিন (iv) সিউডোভিটামিন

Ans: অ্যান্টিভিটামিন

অ্যান্টিহিমারেজিক ফ্যাক্টর হলো __

(i) ভিটামিন B (ii) ভিটামিন C (iii) ভিটামিন A (iv) ভিটামিন K 

Ans: ভিটামিন K

পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়?

(i) ভিটামিন B1 (ii) ভিটামিন B3 (iii) ভিটামিন B5 (iv) ভিটামিন B12 

Ans: ভিটামিন B3

যে খনিজের অভাবে রক্তাল্পতা রোগ হয়__

(i) লৌহ (ii) ম্যাগনেশিয়াম (iii) ফসফরাস (iv) ক্যালশিয়াম 

Ans: লৌহ

রক্ততঞ্চন ব্যাহত হয় যে খনিজের অভাবে __

(i) K (ii) CA (iii) NA (iv) MG 

Ans: CA

ভিটামিন D তৈরি হয়  __

(i) অর্গোস্টেরল (ii) অ্যামিনো অ্যাসিড (iii) কোলেস্টেরল (iv) ফ্যাটি অ্যাসিড

Ans: কোলেস্টেরল

দুধে কোন কোন ভিটামিন থাকে?

(i) C, D, E (ii) A, C, D (iii) A, B, D (iv) C, D, K

Ans: A, B, D

অস্টিওম্যালেশিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে?

(i) ভিটামিন D (ii) ভিটামিন C (iii) ভিটামিন A (iv) ভিটামিন K 

Ans: ভিটামিন D

স্কার্ভি এবং পেলেগ্রা কোন কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে?

(i) B3, C (ii) D, C (iii) B12, A (iv) A, D

Ans: B3, C

কোন খনিজের অভাবে রিকেট রোগ হয়ে থাকে?

(i) ক্যালশিয়াম (ii) সোডিয়াম (iii) ম্যাগনেশিয়াম (iv) পটাশিয়াম 

Ans: ক্যালশিয়াম

কোন জৈব অণু ভিটামিনের কাজ প্রতিহত করে?

(i) অ্যান্টিভিটামিন (ii) সিউডোভিটামিন (iii) প্রোভিটামিন (iv) সবকটি 

Ans: অ্যান্টিভিটামিন

ভিটামিনের মত একই রকম দেখতে কোন জৈব অনু?

(i) অ্যান্টিভিটামিন (ii) সিউডোভিটামিন (iii) প্রোভিটামিন (iv) সবকটি 

Ans: সিউডোভিটামিন

স্টোমাটাইটিস এবং চিলোসিস রোগ দুটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে?

(i) থায়ামিন (ii) রেটিনল (iii) পাইরিডক্সিন (iv) রাইবোফ্লাভিন

Ans: রাইবোফ্লাভিন বা B2

নিচে উল্লেখিত কোনটি অ্যান্টিভিটামিন?

(i) আর্গোস্টেরল (ii) সায়ানোকোবালামিন (iii) মিথাইল কোবালামিন (iv) অ্যাভিডিন

Ans: অ্যাভিডিন

মিথাইল কোবালামিন এর ছদ্ম ভিটামিনের নাম কি?

(i) ভিটামিন B (ii) ভিটামিন B2 (iii) ভিটামিন B5 (iv) ভিটামিন B12 

Ans: ভিটামিন B12

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button