Food SI Practice Set 60: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

WBPSC Food SI Practice Set 60 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

WBPSC Food SI Exam 2023 অনুষ্ঠিত হতে আর খুব বেশি সময় অবশিষ্ট নেই। ২০২৩ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। দ্রুতই এই পরীক্ষার প্রস্তুতির শেষ দিকে পৌঁছে যান। আর বেশি বেশি পরিমাণে প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। আর সময় নষ্ট না করে আজকেরের নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন।

(1). “সত্যশোধক সমাজ” প্রতিষ্ঠা করেন কে?

(i) গোপাল হরি দেশমুখ (ii) বি আর আম্বেদকর   (iii) জ্যোতিবা ফুলে (iv) শ্রী নারায়ণগুরু     

(2). “ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্স লীগ”  কে প্রতিষ্ঠা করেন?

(i) সুভাষ বোস (ii) তিলক (iii) রাসবিহারী বোস  (iv) সি আর দাস      

(3). “হিন্দু প্যাট্রিয়ট “- এর সম্পাদক কে?

(i) মতিলাল ঘোষ (ii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iii) হরিশচন্দ্র মুখার্জী (iv) শিশির কুমার ঘোষ  

(4). নিন্মে উল্লেখিত কোনটি সঠিক?

(i) জামশেদপুর কারখানার ধর্মঘট -1922 (ii) বোম্বাই বস্ত্র কারখানায় ধর্মঘট -1924 (iii) পূর্ব ভারতের রেল ধর্মঘট -1926 (iv) উত্তর-পশ্চিম রেলওয়ে ধর্মঘট -1927       

(5). বেশিরভাগ জীবাশ্ম পাওয়া যায় কোন মৃত্তিকায় পাওয়া যায়?

(i) পাললিক (ii) গ্রানাইট (iii) লাভা প্রবাহ (iv) কৃষ্ণ মৃত্তিকায়    

(6). উৎপত্তিগত ভাবে গাঙ্গেয় সমভূমি মৃত্তিকা  প্রকৃতি কি ধরণের?

(i) অনাঞ্চলিক (ii) আঞ্চলিক (iii) আন্ত: আঞ্চলিক (iv) কোনোটিই নয়   

(7). সরল তম অণুবীক্ষণ যন্ত্র সর্বপ্রথম আবিষ্কার করেন__ 

(i) লিউয়েন হুক (ii) রবার্ট হুক (iii) রবার্ট ব্রাউন (iv) পারকিনজি  

(8). সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ  দ্বারা কি তৈরি করে?  

(i) ফমিক অ্যাসিড (ii) মালিক অ্যাসিড (iii) ফিউমেরিক অ্যাসিড (iv) আইসো সাইট্রিক অ্যাসিড 

(9). বাংলাদেশ রাষ্ট্র কোন বছরে হয়?

(i) ১৯৭১ (ii) ১৯৫৬ (iii) ১৯৪৭ (iv)১৯৯০ 

(10). সিকিম ভারতের full-fiedged রাজ্যে কোন সালে ঘোষিত হয়?

(i) 1975 (ii) 1985 (iii) 1975 (iv) 1965 

Ans: (1) জ্যোতিবা ফুলে, (2) রাসবিহারী বোস (3) হরিশচন্দ্র মুখার্জী (4) বোম্বাই বস্ত্র কারখানায় ধর্মঘট -1924 (5) পাললিক (6) অনাঞ্চলিক (7) লিউয়েন হুক (8) ফিউমেরিক অ্যাসিড (9) ১৯৭১ (10) 1975। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button