SSC GD Constable Practice Set 29: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable 2024 র পরীক্ষার সাহায্যে হেতু 29 তম প্র্যাকটিস সেট আপলোড করছি। সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমাদের এই প্র্যাকটিস সেশানে অংশগ্রহণ করতে পারবেন। আমরা আজ পথ চলতে চলতে এই সেশনের ২৮ টি পর্ব কমপ্লিট করে ফেলেছে। আজকে 29 তম। তাই এই নতুন প্র্যাকটিস সেট এর দ্রুত অংশগ্রহণ করে নিজের সাফল্যের পথকে আরো সুগম করে তুলুন।

(১). “We have nothing to fear but fear itself”-  উক্তিটি কার?

(i) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (ii) আব্রাহাম লিংকন (iii) জওহরলাল নেহেরু (iv) নেতাজি সুভাষ চন্দ্র বোস 

(2). “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”- রচনা করেছিলেন?

(i) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (ii) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়  (iii) নজরুল ইসলাম (iv) ঈশ্বরচন্দ্র গুপ্ত 

(3). কোন আইনের মাধ্যমে রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী নন?

(i) ১৮৫৮ সালের অ্যাক্ট (ii) রয়েল টাইটেল অ্যাক্ট, ১৮৭৬ (iii) ১৮৭২ সালের অ্যাক্ট (iv) ১৮৬১ সালের কাউন্সিলস অ্যাক্ট। 

(4). সাইমন কমিশনকে কোন সময় নিযুক্ত করা হয়েছিল?

(i) শিক্ষা সংস্কারের জন্য (ii) ভারতের সংবিধান সংস্কারের জন্য (iii) কার আইন সংস্কারের জন্য (iv) প্রশাসনিক সংস্কারের জন্য            

(5). এন নিনো কি?

(i) উষ্ণ সমুদ্র স্রোত (ii) সাইক্লোন (iii) গ্লোবাল  উইন্ড  (iv) পশ্চিমী ঝঞ্ঝা  

(6). ১৯৯৭ সালে ভারতের শীতকালে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণ কি ছিল?

(i) পশ্চিমী ঝঞ্ঝা (ii) লা নিনা (iii) কনভেকশন কারেন্ট (iv) এল নিনো   

(7). একটি 200 V- 100 W বাল্বের রোধ  __

(i) 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র তখনই 400 (ii) 400 (iii) 22 (iv) 400 যখন বাল্বটি  জ্বলছে না 

(8). কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ণা?

(i) X রশ্মি (ii) বেতার তরঙ্গ (iii) শব্দ তরঙ্গ (iv) দৃশ্য আলোক  

(9). সরকারি নিয়মানুসারে, বর্তমান বিশেষ অর্থনৈতিক অঞ্চল(সেজ) এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ কত? 

(i) ৩০০০ হেক্টর (ii) ২০০০ হেক্টর (iii) ৫০০০ হেক্টর (iv) ৪০০০ হেক্টর 

(10). ভারতের আমূল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি  নীতি কত তারিখে চালু হয়েছিল?

(i) ১৯৯১ সালে  (ii) ১৯৯০ সালে (iii) ১৯৯৩ সালে  (iv) ১৯৯২ সালে  

Ans: (1) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (2) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (3) রয়েল টাইটেল অ্যাক্ট, ১৮৭৬ (4) ভারতের সংবিধান সংস্কারের জন্য (5) উষ্ণ সমুদ্র স্রোত (6) এল নিনো (7) 200 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে শুধুমাত্র তখনই 400 (8) শব্দ তরঙ্গ(9) ৫০০০ হেক্টর (10) ১৯৯২ সালে.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button