SSC GD Constable Practice Set 27: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

যারা SSC GD Constable 2024 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, কেবল তাদের জন্য আমরা এই প্র্যাকটিস সেট সেশনের বন্দোবস্ত করেছে। আজ আমরা এই সেশনের একদম নতুন 27 তম প্র্যাক্টিস সেটটি আপলোড করলাম। এই প্র্যাকটিস সেট গুলিতে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। তাই সময় নষ্ট না করে দ্রুত এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(১). কত সালে কার নেতৃত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পূর্ণ অনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছিল?

(i) সুভাষচন্দ্র বসু, ১৯৪৩ (ii) রাসবিহারী বসু, ১৯৪২ (iii) ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে( সিঙ্গাপুরে), ১৯৪২ (iv) উপরোক্ত কোন ব্যক্তি নয়   

(2). সুভাষচন্দ্র বোস কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিল?

(i) আজাদ হিন্দ ফৌজ (ii) ইন্ডিয়ান ফ্রিডম পার্টি (iii) ফরওয়ার্ড ব্লক (iv) রেভোলিউশনারি ফ্রন্ট      

(3). আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠাতা করেছিলেন?

(i) রাসবিহারী বোস (ii) সুভাষচন্দ্র বোস (iii) ক্যাপ্টেন মোহন সিং (iv) শাহনওয়াজ খান      

(4). ১৯৪৬ সালে গণপরিষদের সভাপতি ছিলেন__

(i) জওহারলাল নেহেরু (ii)ড :রাজেন্দ্র প্রসাদ (iii) আবুল কালাম আজাদ (iv) বল্লভ ভাই প্যাটেল

(5). সিসমোগ্রাফ কি ধরণের যন্ত্র?

(i) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র (ii) মেঘের ছবি তোলার যন্ত্র (iii)বায়ুমন্ডলের চাপের পরিবর্তন মাপার যন্ত্র (iv) সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র   

(6). পৃথিবীর মানচিত্রে সমান বিনতি কোণ বৈশিষ্ট্য স্থানগুলিকে যদি যোগ করে একটি রেখা টানা হয়, তাহলে সেই রেখাগুলোকে মি বলা হয়? 

(i) সমনতি রেখা (ii) সমদিকপাতী রেখা (iii) সমোষ্ণ রেখা (iv) শূন্যদিকপাতি রেখা  

(7). নিচের __ যৌগটির মধ্যে সমতড়িৎ চুম্বকীয় ধর্ম দেখা যায়।

(i) NO (ii) H2O (iii) SO2 (iv) CO2 

(8). সিলিকন ও জার্মেনিয়ামকে কি বলা হয়?

(i) পরিবাহী (ii) অপরিবাহী (iii) অর্ধপরিবাহী (iv) ধাতু  

(9). আইআরইডিএ __ এর সাথে যুক্ত?

(i) গ্রামীণ কর্মস্থানের উন্নয়ন (ii) বাঁধের পুনর্গঠন  (iii) নবীকরণযোগ্য শক্তির উন্নতি (iv) জমাকৃত সম্পত্তির প্রত্যপণ্য করা 

(10). ভারতে অর্থ ব্যবস্থার বিশ্বায়নের অর্থ কি?

(i) রপ্তানি বাণিজ্য প্রসার (ii) বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন (iii) অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে ন্যূনতম বিধি নিষেধ আরোপ (iv) আমদানি বাণিজ্যর ওপর বিধিনিষেধ 

Ans: Ans: (1) রাসবিহারী বসু ১৯৪২ (2) ফরওয়ার্ড ব্লক (3) রাসবিহারী বোস (4) ড. রাজেন্দ্র প্রসাদ (5) ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র (6) সমনতি রেখা (7) NO (8) অর্ধ পরিবাহী (9) নবীকরণযোগ্য শক্তির উন্নতি (10) অন্যান্য দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে  ন্যূনতম বিধি নিষেধ আরোপ। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button