PSC Clerkship Practice Set 44: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

বহু বছর পর পশ্চিমবঙ্গে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে PSC Clerkship নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা আবেদন করেছে। যদি এই লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের মধ্যে একজন হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আপনারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তাদের জন্য আমরা প্রাকটিস সেট সেশানের বন্দোবস্ত করেছি। আপনারা যারা ইতিমধ্যেই 43 টি প্রাকটিস সেট দেখে ফেলেছেন, তাঁদেরকে 44 তম প্রাকটিস সেটটিকে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

(১). শিবাজী 1665 সালে কার সাথে পুরন্দদের সন্ধি স্বাক্ষর করেন?

(i) শায়েস্তা খাঁ (ii) আফজাল খাঁ (iii) রাজপুত্র মুয়াজজম (iv) জয়সিংহ    

(2). শ্রীকৃষ্ণবিজয় কাব্যগ্রন্থ কে রচনা করেন?

(i) বিদ্যাপতি (ii) চন্ডীদাস (iii) জয়দেব (iv) মালাধর বসু 

(3) শ্রীচৈতন্য দেবের আবির্ভাব কোন আমলে হয়

(i) রাজা গনেশ (ii) হুসেন শাহ (iii) নাসিরউদ্দিন শাহ (iv) নসরৎ শাহ         

(4). কোন বছর তালিকোটার যুদ্ধ হয়েছিল?

 (i) 1565 (ii) 1556 (iii) 1581 (iv) 1571    

(5). আমুক্তমাল্যদা লিখেছিলেন__

(i) দ্বিতীয় হরিহর (ii) বুক্ক (iii) বীর নরসিংহ (iv) কৃষ্ণদেব রায়   

(6). কোন শাসকের আদেশে মহাভারত বাংলায় অনুবাদিত হয়েছে?

(i) জালালউদ্দিন (ii) আলাউদ্দিন হোসেন শাহ (iii) হাজী ইলিয়াস (iv) নুসরৎ শাহ 

(7). নরসিংহ সালুভ __ জায়গার শাসনকর্তা  ছিলেন।

(i) উদয়নগর (ii) চন্দ্রগিরি (iii) বরিশা (iv) কোঙ্কন      

(8). বাংলার স্বাধীন সুলতানি শাসনের পতন কার বামহাতে হয়েছিল?

(i) মুর্শিদকুলি খান (ii) ইলিয়াস শাহ (iii) আলীবর্দী খান (iv) হুসেন শাহ

(9). অন্ধ্র  কবিতায় পিতামহ উপাধি কাকে দেওয়া হয়েছিল?

(i) মাধব (ii) সায়ন (iii) পেড্ডন (iv) শ্রীনাথ বিদ্যালঙ্কার

(10). শেরশাহের সেনাপতি ছিলেন__

(i) দিলীর খান (ii) ব্রহ্মজিৎ গৌড় (iii) জয়সিংহ (iv) শায়েস্তা খান 

(11). খড়্গপুরে কত সালে রেলওয়ে কারখানা তৈরি করা হয়েছিল?

(i) ১৮৭৫ (ii) ১৮৫০ (iii) ১৭৩০ (iv) ১৯০০ 

(12). ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে রয়েছে?

(i) ৭.৫৫ শতাংশ (ii) ৬ শতাংশ (iii) ৯.১২ শতাংশ (iv) ৮.২৪ শতাংশ

(13). ধাতু নিষ্কাশনের পাথুরে পদার্থ অপসারণে যে ধরণের পদার্থ ব্যবহৃত হয়, তাকে কি বলা হয়?

(i) ধাতু মল (ii) ধাতু (iii) খনিজমল (iv) বিগালোক 

(14). লোহার সর্বোচ্চ খাঁটি রূপ কোনটা?

(i) কাস্ট আয়রন (ii) রট আয়রন (iii) আয়রন টানিং (iv) ইস্পাত  

(15). ভারতের কর রাজস্বের অধিকাংশ কোন জায়গায় থেকে আসে?

(i) পরোক্ষ কর থেকে (ii) প্রত্যক্ষ কর থেকে (iii) প্রত্যক্ষ বা পরোক্ষ উভয় কর থেকে সমানভাবে (iv) উপরের কোনটিই নয়  

Ans: (1) জয়সিংহ (2) মালাধর বসু (3) হুসেন শাহ (4) 1565 (5) কৃষ্ণদেব রায় (6) নুসরৎ শাহ (7) চন্দ্রগিরি (8) ইলিয়াস শাহ (9) পেড্ডন (10) ব্রহ্মজিৎ গৌড় (১১) ১৯০০ (১২) ৭.৫৫ শতাংশ (13) বিগালোক (14) রট আয়রন (15) পরোক্ষ কর থেকে 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button