SSC GD Constable Practice Set 11: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 11: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আপনারা নিশ্চয়ই SSC GD Constable 2023 ফরম ফিলাপ করে নিয়েছেন। যারা এখনো করেননি, তাদেরকে দ্রুত এই কাজটি করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনারা যারা SSC GD Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, কেবলমাত্র তাদের জন্য আমরা একটি সম্পূর্ণ নতুন একটি প্র্যাক্টিস সেট  সেশনের আয়োজন করেছি।

আমরা ইতিপূর্বে দশটা প্র্যাকটিস সেট আপলোড করেছি। আপনারা যারা এখনো দেখেননি দ্রুত দেখে নিন। আজ আমাদের ১১ তম প্রাক্টিস সেট। আপনারা এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে নিখুঁত করে তুলুন। 

(1). 1907 সালে কে জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন?

(i) রাজবিহারী ঘোষ (ii) দাদাভাই নৌরোজী (iii) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (iv) মতিলাল নেহেরু     

(2).” আমি সমাজবাদী” কোন কংগ্রেস সভাপতি প্রথম বলেছিলেন? 

(i) সুভাষ চন্দ্র বোস (ii) জওহরলাল নেহেরু (iii) তিলক (iv) গান্ধীজী     

(3). প্রথম তিরঙ্গা পতাকা কোন সময় উত্তোলিত হয়েছিল?

(i) 31শে ডিসেম্বর, 1929 (ii) 31শে জানুয়ারি,1928 (iii) 15ই আগস্ট,1947 (iv) 26শে জানুয়ার, 1950

(4). নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে নরমপন্থী নন?

(i) দাদাভাই নওরোজী (ii) গোপালকৃষ্ণ গোখলে  (iii) বিপিনচন্দ্র পাল (iv) ফিরোজ শাহ মেহতা      

(5). ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল কোনটি?

(i) সিন্ধু গাঙ্গেয় সমভূমি (ii) ব্রহ্মপুত্র উপত্যকা  (iii) কচ্ছের রান অঞ্চল (iv) দাক্ষিণাত্য লাভা গঠিত অঞ্চল      

(6). শাল গাছ কি ধরনের উদ্ভিদ?

(i) পর্ণমোচী গাছ (ii) সরলবর্গীয় গাছ (iii) জেরোফাইটিক গাছ (iv) চিরহরিৎ গাছ 

(7). কোনটি ভেক্টর রাশি?

(i) বৈদ্যুতিক রোধ (ii) তড়িৎ ক্ষেত্রের প্রাবাল্য   (iii) বৈদ্যুতিক আধান (iv) তড়িৎ বিভব   

(8).  বস্তুর ভর নিম্মক্ত __ রাশির দ্বারা সূচিত হয়। 

(i) প্রযুক্ত বল /বেগ (ii) বেগ /ত্বরণ (iii) প্রযুক্ত বল /ভরবেগের বৃদ্ধি (iv) প্রযুক্ত বল /ত্বরণ   

(9). কোন দেশের জাতীয় আয় কিসের উপর নির্ভর করে?

(i) সে দেশের উৎপাদনের আয় সমষ্টি (ii) সে দেশের সরকারের বার্ষিক রাজস্ব (iii) আমদানির চেয়ে রপ্তানি উদ্বৃত্ত (iv) সরকারি উদ্যোগের উদ্বৃত্ত আয়  

(10). ভারতের মোট অন্তদেশীয় উৎপাদনের __ হল সর্ববৃহৎ সূত্র।

(i) বহি বাণিজ্য (ii) কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম (iii) পরিষেবা ক্ষেত্র (iv) যন্ত্র ও নির্মাণ শিল্প বিদ্যুৎ এবং গ্যাস    

Ans: (1) রাজবিহারী ঘোষ (2) জওহরলাল  নেহেরু (3) 31শে ডিসেম্বর, 1929 (4) বিপিনচন্দ্র পাল (5) দাক্ষিণাত্য লাভা গঠিত অঞ্চল (6) পর্ণমোচী গাছ (7) তড়িৎ ক্ষেত্রের প্রাবাল্য (8) প্রযুক্ত বল /ত্বরণ (9) সে দেশের উৎপাদনের আয় সমষ্টি, (10) পরিষেবা ক্ষেত্র 

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button