আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 29th October 2023, Current Affairs না পড়লে চাকরি পাওয়া যাবেনা

29শে অক্টোবর 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে উপস্থিত হলাম। 28শে অক্টোবর ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ টপিক গুলো দিয়ে এই নিবন্ধটি প্রস্তুত করা হল। যে টপিক গুলি আপনার চাকরির পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আর কথা না বাড়িয়ে আজকের Current Affairs দেখে নিন। 

সম্প্রীতি IRCTC র ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) রনিতা শর্মা (ii) রমেশ আইয়ার (iii) সঞ্জয় কুমার জৈন (iv) অতুল কুমার

Ans. সঞ্জয় কুমার জৈন

সম্প্রতি কোন রাজ্য সরকার স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য doubt clearance app লঞ্চ করলো?

(i) উত্তর প্রদেশ (ii) পাঞ্জাব (iii) অন্ধ্রপ্রদেশ (iv) রাজস্থান

Ans. অন্ধ্রপ্রদেশ

1st Hockey India sub junior men and women South zone Championship 2023 কোথায় অনুষ্ঠিত হলো?

(i) চেন্নাই (ii) ভুবনেশ্বর (iii) ভোপাল (iv) আগরতলা

Ans. চেন্নাই

আন্তর্জাতিকভাবে সংঘটিত ফাইনান্সিয়াল সাইবার ক্রাইম রুখতে operation chakra II লঞ্চ করলো কে?

(i) CBI (ii) IB (iii) RAW (iv) ED  

Ans. CBI

ভারতীয় ক্লাসিক্যাল মিউজিকে আবেদনের জন্য কে দুর্গা ভারত সম্মান এওয়ার্ড পেলেন?

(i) রমেশ আইয়ার (ii) অজয় রায় (iii) তপন বাগচী (iv) অজয় চক্রবর্তী 

Ans. অজয় চক্রবর্তী

কোন রাজ্য backward classes census শুরু করতে চলেছে?

(i) কেরল (ii) পাঞ্জাব (iii) অন্ধ্রপ্রদেশ (iv) হরিয়ানা

Ans. অন্ধ্রপ্রদেশ 

সম্প্রতি দুই দিন ব্যাপী ‘Anthurium Festival’ কোথায় শুরু হলো?

(১) নাগাল্যান্ড (২) মিজোরাম (৩) তামিলনাড়ু (৪) মেঘালয়

Ans. মিজোরাম

দাবা খেলায় নরওয়ের ম্যাগনাস কার্লিলেশনকে পরাজিত করা কত তম ভারতীয় হলেন কার্তিকেয়ন মুরালি?

(১) প্রথম (২) দ্বিতীয় (৩) তৃতীয় (৪) চতুর্থ

Ans. তৃতীয়

কে চেন্নাইয়ের সচিবালযয়ে বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প, ‘project Nilgiri tahr’ চালু করলেন?

(১) MK Stalin (২) MK Alagiri (৩) edappadi K Palaniswami (৪) O. Panneerselvam

Ans. M.K. স্তালিন

বিশ্ব অস্ট্রিওপরোসিস দিবস কবে পালন করা হয়? 

(১) 18 অক্টোবর (২) 19 অক্টোবর (৩) 20 অক্টোবর (৪) 21 অক্টোবর

Ans. 20 অক্টোবর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button