ICDS Practice Set 47: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৭, প্রস্তুতি নিতে শুরু করুন 

ICDS চাকরিপ্রার্থী যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা প্রতিদিন স্পেশাল প্র্যাকটিস সেটের আয়োজন করছি। যে প্র্যাকটিস সেট গুলিতে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে আলোচনা করা হয়। আপনারা এই প্র্যাকটিস সেট গুলিতে দেয়া প্রশ্নগুলি থেকে সামনের সরকারি চাকরির পরীক্ষায় কমন পেতে পারেন। তাই প্রতিদিন সেলফ স্টাডি করার পাশাপাশি, আমাদের দেওয়া নতুন প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। ইতিমধ্যেই আমরা ৪৬ টি প্রাক্টিস সেট পাবলিশ করে ফেলেছি। আজ আমাদের ৪৭ তম প্রাক্টিস সেট। তাই আমাদের এই নতুন প্র্যাকটিস সেটটিতে দ্রুত চোখ বুলিয়ে নিন।

(1). ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ শুরু হয়েছিল যে জাহাজে তার নাম ছিল__

(i) তলোয়ার (ii) বিভ্রান্ত (iii) আইএনএস বিজয়   (iv) আইএনএস মাইশোর    

(2). দিল্লির কেন্দ্রীয় আইনসভার বোমা নিক্ষেপের সময় ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন__

(i) বাঘা যতীন (ii) চন্দ্রশেখর আজাদ (iii) পরম চাঁদ (iv) বটুকেশ্বর দত্ত         

(3). চট্টগ্রামের পাহাড় তলীতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন?

(i) সূর্যসেন (ii) প্রীতিলতা ওয়াদ্দেদার  (iii) লোকনাথ বল  (iv) অনন্ত সিংহ      

(4). তেভাগা আন্দোলন (1946 সালে) কোথায় ঘটেছিল?

(i) পাঞ্জাব (ii) বিহার (iii) বাংলা (iv) গুজরাট 

(5). বিগত শতাব্দীতে বিদেশে ভারতীয়দের স্থায়ী অভিসরণ কিসের জন্য হয়েছিল?

(i) পেট্র  ডলার বিপ্লব (ii) ব্রেন ডেন (iii) রবার ও চা বাগিচা (iv) আখ বাগিচা     

(6). সর্বাধিক সড়ক পথ কোন রাজ্যে আছে?

(i) উত্তর প্রদেশ (ii) তামিলনাড়ুতে (iii) মহারাষ্ট্রে (iv) কর্নাটকে        

(7). ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে তাপমাত্রা একক সমান হয় __

(i) 32°C (ii) 0°C (iii) 40°C (iv) -40°C

(8). কার মলিকিউলে গতিশীল শক্তির পরিমাণ সর্বাধিক হয়?

(i) কঠিন (ii) গ্যাসে (iii) দ্রবণীয় (iv) তরল  

(9). পরিকল্পনা কমিশন হল __

(i) পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপায়িত করবার দায়িত্বপ্রাপ্ত (ii) ভারত সরকারের পরিকল্পনা একটি শাখা (iii) ভারত সরকারের অর্থমন্ত্রকের একটি বিভাগ (iv) একটি উপদেষ্টা সংস্থা  

(10). প্রথম সাতটি পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় যে নীতি অনুসৃত হয়েছিল তার অন্যতম প্রধান উদ্দেশ্য কি ছিল?

(i) রপ্তানি বানানো (ii) স্বনির্ভরত অর্জন করা (iii) কর্মসংস্থান বৃদ্ধির হার সর্বাধিক করা (iv) আমদানি বাড়ানো 

Ans: (1) তলোয়ার (2) বটুকেশ্বর দত্ত (3) প্রীতিলতা ওয়াদ্দেদার (4) বাংলা (5) ব্রেন ডেন (6) মহারাষ্ট্রে (7) -40°C (8) গ্যাসে (9) একটি উপদেষ্টা সংস্থা (10) স্বনির্ভরত অর্জন করা

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button