8 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আজকে আমরা 8 December 2023 এর Current Affairs নিয়ে চলেছে এলাম। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা দ্রুত Today Current Affairs এ চোখ বুলিয়ে নিন। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স এড়িয়ে চললে, চাকরি পাওয়া অসম্ভব। তাই প্রতিদিন অবশ্যই দুই থেকে তিন ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য সময় দিন। 

সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে অনুমূল রিভান্থ রেড্ডি শপথ গ্রহণ করলেন?

(i) হরিয়ানা (ii) তেলেঙ্গানা (iii) আসাম (iv) উত্তর প্রদেশ

অনুমূল রিভান্থ রেড্ডি 7ই ডিসেম্বর ২০২৩ সাল থেকে তেলেঙ্গানা দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

সাম্প্রতিক কোন রাজ্য ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর নামকরণ করেছে?

(i) মায়ানমার (ii) থাইল্যান্ড (iii) ভারত (iv) নেপাল

বার্মিজ ভাষায় ‘মিগজাউম’ শব্দটির বাংলা মানে হল ‘বড় ও শক্তিশালী ঈগল’। 

সম্প্রতি ‘বেস্ট ইয়াং অ্যাথেলিট’ অ্যাওয়ার্ড কোন তীরন্দাজ জিতলেন?

(i) দীপিকা কুমারী (ii) শীতল দেবী (iii) জ্যোতি সুরেখা (iv) ভাবিনা প্যাটেল

রিয়াদে এশিয়ান অ্যাওয়ার্ড এর চতুরতম সংস্করণে ভারতীয় প্যারা তীরন্দাজ শীতল দেবী সেরা যুব অ্যাথলেটের মর্যাদাপূর্ণ খেতাব বর্জন করেছে। 

‘Dinesh Phadnis’ সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন?

(i) অভিনেতা (ii) লেখক (iii) রাজনীতিবিদ (iv) গায়ক

Cid এপিসোডে ফ্রেডেরিকের ভূমিকায় অভিনয় করতেন তিনি। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। 

সম্প্রতি জম্মু-কাশ্মীর রাজ্যের ‘ young voter awareness Ambassador ‘ হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) সুরেশ রায়না (ii) ঋষভ পান্থ (iii) শচীন টেন্ডুলকার  (iv) এম এস ধোনি

সম্প্রতি ভারতের কোন রাজ্যের ‘লাকাডাং হলুদ’ GI ট্যাগ পেলো?

(i) তামিলনাড়ু (ii) মধ্যপ্রদেশ (iii) মেঘালয় (iv) ছত্রিশগড়

মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের ঢালে লাকাডাং গ্রাম অবস্থিত। এই গ্রামের বিশেষ প্রজাতির হলুদ হল আনাজ ‘লাকাডাং হলুদ’। এই হলুদের মধ্যে কারকিউমিন নামে একটি বিশেষ পদার্থ উপস্থিত। যে পদার্থ ফাইলেরিয়া ম্যালেরিয়া এমনকি ক্যান্সার প্রতিরোধে হিসেবে বিশেষ কাজে লাগে। এই অঞ্চল থেকে বছরে প্রায় 16 হাজার টন হলুদ উৎপন্ন হয়ে থাকে। 

‘Oxford words of the Year 2023’ সম্প্রতি কোন শব্দটি নির্বাচিত হলো?

১) deep fake (২) ai (৩) humiliated (৪) rizz

সম্প্রতি ভারতের কোন শহর মহিলাদের জন্য সবথেকে অনিরাপদ শহরের তকমা পেয়েছে?

(১) দিল্লি (২) চেন্নাই (৩) কোচিন (৪) মুম্বাই

সম্প্রতি মহিলাদের জন্য সবথেকে অনেক নিরাপদ শহরের তকমা পেল ভারতের জাতীয় রাজধানী দিল্লি। ২০২২ সালে রিপোর্ট অনুসারে, এখানে প্রতিদিন গড়ে তিনটি অত্যাচারের ঘটনা ঘটেছে। 

সম্প্রতি টাইম ম্যাগাজিনের CEO of the Year হিসেবে কাকে নির্বাচিত করা হলো?

(i) টিম কুক (ii) সুন্দর পিচাই (iii) সত্য নাদেলা (iv) স্যাম অল্টম্যান

ভারতে নৌসেনা দিবস কবে পালন করা হয়?

(i) 3 ডিসেম্বর (ii) 2 ডিসেম্বর (iii) 5 ডিসেম্বর (iv) 4 ডিসেম্বর

দেশের প্রতি নৌ সেনার ভূমিকা, সাফল্য ও মাহাত্ম্য তুলে ধরার জন্য এই দিনটিকে প্রতি বছর পালন করা হয়। এই বছর নৌ সেনা দিবস পালিত হচ্ছে সিন্ধু দুর্গ কেল্লায়।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button