23 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আমাদের টিমে তরফ থেকে তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে প্রতিদিন আমাদের ওয়েবসাইটে Current Affairs আপলোড করা হচ্ছে। তোমরা যদি প্রতিদিন এই কারেন্ট অ্যাফেয়ার্স সেশন গুলিতে অংশগ্রহণ করতে পারেন, তাহলে যে কোন চাকরির পরীক্ষার জন্য আপনি বিশেষ উপকৃত হবেন। আজকে আমরা আপনাদের জন্য 23 December 2023 এর Current Affairs আপলোড করছি। চলুন আর কথা না বাড়িয়ে এই কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে নেওয়া যাক। 

সম্প্রতি ভারতের দ্রুততম সৌর বিদ্যুৎ চালিত বোট কোথায় লঞ্চ করা হলো?

(i) ম্যাঙ্গালোর (ii) চেন্নাই (iii) আলাপ্পুঝা (iv) কোচিন

 ভারতের সর্বপ্রথম কোথায় bullet train terminal তৈরী করা হলো? 

(i) ম্যাঙ্গালোর (ii) চেন্নাই (iii) আহমেদাবাদ (iv) কোচিন

সম্প্রতি ভারতীয় নৌবাহিনী যৌথ গবেষণা এবং উন্নয়নের জন্য কোন IIT র সাথে চুক্তি সাক্ষর করলো?

(i) IIT Delhi (ii) IIT Kanpur (iii) IIT Madras (iv) IIT Mumbai

সম্প্রতি ২০২৩ কর্মবীর চক্র মেডেল কোন ভারতীয় বিজ্ঞানী পেলেন?

(i) রাকেশ হাসদা (ii) ডক্টর হেমচন্দ্রন রবিকুমার (iii) শান্তনু নারায়ন (iv) সুকমল ডেকা

ডোপিং য়ের কারণে 2 বছরের জন্য ফুটবলার এম. ভিকনেশ কে ব্যান করা হলো, তিনি কোন রাজ্যের খেলোয়াড়?

(i) কর্ণাটক (ii) সিকিম (iii) গ্যাংটক (iv) কেরালা

কোন ভারতীয় বংশোদ্ভূত লেখিকা singapore’s highest arts award এ ভূষিত হলেন?

(i) হার্নিধ চোপড়া (ii) নেহা প্যাটেল (iii) মেইরা চন্দ (iv) মনিকা শর্মা 

সম্প্রতি 6 লক্ষ কোটি বাজার মূল্যে অতিক্রম কারী অষ্টম কোম্পানি কোনটি হল?

১) BPCL (২) paytm (৩) Bharti Airtel (৪) Vodafone Idea

জাতিসংঘ আরবি ভাষা দিবস কত তারিখে পালন করে থাকে?

(১) 16 Dec (২) 17 Dec (৩) 18 Dec (৪) 19 Dec

সম্প্রতি কোন ভারতীয় টেনিস খেলোয়াড় KalaBuragi open 2023 জিতলো?

(i) জিসান আলী (ii) রোহন বোপান্না (iii) বিষ্ণু বর্ধন (iv) রামকুমার রামনাথন 

‘Funeral for a demon’ শিরোনামে এই ছোট গল্পের জন্য কোন লেখক Deodhar prize পেলেন?

(i) শ্রীবিদ্যা তাদেপল্লী (ii) অরুন্ধতী রায় (iii) আর শংকরী (iv) অনুরাধা রায়

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button