ICDS Anganwadi Practice Set 05: নতুন ICDS প্র্যাক্টিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ আমরা ICDS Anganwadi & Worker এর 05 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। আগত আইসিডিএস পরীক্ষার দুর্দান্ত প্রস্তুতির জন্য এখন থেকেই সেল্ফ স্টাডি করার সাথে সাথে একটি করে প্র্যাকটিস সেট এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখুন। আর কথা না বাড়িয়ে চলুন আজকের ICDS Anganwadi Practice Set দেখে নেওয়া যাক। 

(1). সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন?

(a) ভিএস আগরওয়াল (b) রাখালদাস বন্দ্যোপাধ্যায় (c) এ এল বেসাম (d) স্যার উলি

(2). সিন্ধু বাসীরা কোন ধাতু ব্যবহার জানতো না?

(a) লোহা (b) তামা (c) ব্রোঞ্জ (d) স্বর্ণ

(3). আর্য শব্দের অর্থ হলো__

(a) জাতি বিশেষ (b) চাষ করা (c) ব্রহ্মচারী (d) গোচারণ ভিত্তিক সমাজ

(4). আর্যরা ভারতের কোথায় প্রথম স্থায়ী বসতি স্থাপন করে?

(a) পাঞ্জাব (b) রাজস্থান (c) গুজরাট (d) সিন্ধু

(5). ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত?

(a) 4500 KM (b) 5600 KM (c) 6000 KM (d) 3600 KM

(6).স্থানান্তর কৃষি’ নিম্নের কোন রাজ্যে দেখা যায়?

(a) আসাম (b) পশ্চিমবঙ্গ (c) অন্ধ্রপ্রদেশ (d) ওড়িশা 

(7). শাল গাছ কি ধরনের উদ্ভিদ?

(a) চিরসবুজ (b) পর্ণমোচি (c) সরলবর্গীয় (d) জেরোফাইট 

(8). কার্পাস তুলো চাষ কোন মাটিতে ভালো হয়?

(a) কৃষ্ণ মৃত্তিকা (b) ল্যাটেরাইট মৃত্তিকা (c) পলি মাটিতে (d) তরাই অঞ্চলে

(9). কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে কি বলা হয়?

(a) ফোলিস (b) স্পাম (c) বাগস (d) ভাইরাস 

(10). কৃষি এবং শিল্পের উপর একই রকম গুরুত্ব দেওয়া হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়?

(a) প্রথম (b) তৃতীয় (c) চতুর্থ (d) পঞ্চম

Ans: (1). রাখালদাস বন্দ্যোপাধ্যায়, (2) লোহা, (3) জাতি বিশেষ, (4) পাঞ্জাব, (5) 6000 KM, (6) পশ্চিমবঙ্গ, (7) পর্ণমোচি (8) কৃষ্ণ মৃত্তিকা, (9) বাগস (10) তৃতীয়.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button