7 December 2023 Current Affairs, চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিদিন Current Affairs সেট নিয়ে চলেছে আসি। আজ আমরা আপনাদের জন্য 6 December 2023 এ ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলিকে, 7 December 2023 Current Affairs হিসেবে আপনাদের সামনে উপস্থিত করলাম।

এই কারেন্ট অ্যাফেয়ার্স সেট গুলিতে উল্লেখ করা ইভেন্ট গুলি, আপনার বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনকি এতটাই ভাস্ট যে, সারা বছরের ইভেন্ট গুলিকে একেবারে বসে কমপ্লিট করা সম্ভব নয়। একমাত্র পথ হলো প্রতিদিনের Current Affairs কে প্রতিদিন প্রস্তুত করে রাখা। তাই সময় নষ্ট না করে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর চোখ বুলিয়ে রাখুন। আর কথা না বাড়িয়ে, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নিন। 

সম্প্রতি পাওয়া খবর অনুসারে কোন রাজ্যের দামোহ জেলায় ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ তৈরি করা হচ্ছে?

(i) হরিয়ানা (ii) মধ্যপ্রদেশ (iii) আসাম (iv) উত্তর প্রদেশ

 সাম্প্রতিক ঘোষণা অনুসারে মধ্যপ্রদেশের দামোহ জেলায় ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণাগার স্থাপন করা হচ্ছে। এই বিশাল বাঘের অভয়ারণ্যটি ২৩০০ বর্গ কিলোমিটার দূরে অবস্থান করছে। 

কোন অভিনেতার নামে মুম্বাই স্ট্রিট এর নামকরণ করা হচ্ছে?

(i) সুশান্ত সিং রাজপুত (ii) অমিতাভ বচ্চন (iii) আয়ুষ্মান খুরানা (iv) বিক্রম গোখালে

সম্প্রতি মহারাষ্ট্র সরকার প্রয়াত বিখ্যাত বলিউড অভিনেতা ও পরিচালক বিক্রম চন্দ্রকান্ত গোখলের  প্রথম মৃত্যুবার্ষিকীতে মুম্বাইয়ের অন্ধেরি পশ্চিমে একটি রাস্তার নামকরণ করা হচ্ছে। 

দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ‘ night sky sanctuary’ কোথায় তৈরি করা হচ্ছে?

(i) লাদাখ (ii) রাজস্থান (iii) জম্মু-কাশ্মীর (iv) গুজরাট

ভারতের প্রথমবারের জন্য রাতের আকাশে অভয়ারণ্য তৈরি করা হচ্ছে লাদাকে. 

সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার পড়াশোনার দিক থেকে দুর্বল শিক্ষার্থীদের জন্য ‘ mission Daksh’ লঞ্চ করলো?

(i) Uttar Pradesh (ii) Bihar (iii) Uttrakhand (iv) Rajasthan

 সম্প্রতি বিহার সরকার তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী যারা পড়াশোনা দিক থেকে খুবই দুর্বল এমন ২৫ লক্ষ শিক্ষার্থীদের সহায়তা করার জন্য mission Daksh’ লঞ্চ করলো. 

সম্প্রতি ভারতের কোন রাজ্য সরকার ২৫শে নভেম্বর তারিখটিকে ‘ no non veg day ‘ হিসেবে ঘোষণা করলো?

(i) গুজরাট (ii) মধ্যপ্রদেশ (iii) উত্তর প্রদেশ (iv) গোয়া

২৫ শে নভেম্বর হলো সাধু টি এল ভাসওয়ানির জন্মদিন। তাই এই দিনটিকে উত্তরপ্রদেশে রাজ্য সরকার  no non veg day ‘ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। 

প্রথম survay ship (large) ‘Sandhyak’ ভারতীয় নৌ সেনার কাছে হস্তান্তর করা হয়েছিল, এই জাহাজটিকে কে নির্মাণ করেছেন?

(i) tebma shipyard Limited (ii) Cochin shipyard Limited (iii) Garden Reach shipbuilders and engineers (iv) Mazagon dock shipbuilders Limited 

সম্প্রতি কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে রাজনীশ গোয়েলকে নিযুক্ত করা হলো? 

১) মনিপুর (২) হরিয়ানা (৩) তেলেঙ্গানা (৪) কর্ণাটক

 Means volleyball club World Championship 2023 কোথায় আয়োজিত হচ্ছে?

(১) সিঙ্গাপুর (২) ভারত (৩) যুক্তরাজ্য (৪) ফ্রান্স

এটি ভারতের বেঙ্গালুরুর কোৱামঙ্গলা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। ভারতের প্রথমবারের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। যেখানে সব মিলিয়ে শীর্ষ ছয়টি দল অংশগ্রহণ করতে চলেছে। 

কত তারিখে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়?

(i) 3 ডিসেম্বর (ii) 4 ডিসেম্বর (iii) 5 ডিসেম্বর (iv) 2 ডিসেম্বর

 Rural Marketing Association of India র সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

  • (i) বিদ্যা শর্মা (ii) পুণিত বিদ্যার্থী (iii) রমেশ শর্মা (iv) তরুণ বৈদ্য

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button