SSC GD Constable Practice Set 04: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 04: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আপনারা যারা SSC GD Constable পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন, তাদেরকে অনেক স্বাগত। আমরা কেবল আপনাদের জন্য প্রতিদিন স্পেশাল প্রাকটিস সেটের বন্দোবস্ত করে চলেছি। এই প্র্যাকটিসের যে ১০ টি প্রশ্ন দেওয়া হচ্ছে, তার প্রত্যেকটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলির মধ্যে দেওয়া প্রশ্নগুলি আপনার আগত পরীক্ষায় কমন পড়বে। তাই সময় নষ্ট না করে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন।  

SSC GD Constable 2023 এর নতুন সিলেবাস

সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোস্যাইটি কে প্রতিষ্ঠা করেন  

(i) জি কে গোখলে (ii) তিলক (iii) বিপিন পাল   (iv) রাই লালা লাজপৎ রায়

বাংলার অনুশীলন সমিতি __ প্রতিষ্ঠা করেন?

(i) প্রমথ মিত্র (ii) সতীশ চন্দ্র বসু (iii) অশ্বিনী কুমার দত্ত (iv) বারীন ঘোষ  

(3). ভয়েস অফ ইন্ডিয়া কোন জায়গায় থেকে প্রকাশিত হতো?

(i) বোম্বাই হতে (ii) কলিকাতা হতে (iii) দিল্লী হতে  (iv) মাদ্রাজ হতে 

(4). নীলদর্পণ কে লিখেছেন?

(i) হরিশ চন্দ্র মুখার্জী (ii) দীনবন্ধু মিত্র (iii) রমেশ চন্দ্র দত্ত (iv) বঙ্কিমচন্দ্র চ্যাটার্জী  

(5). মধ্য প্রদেশের উৎপন্ন বক্সাইট কি কারণে ব্যবহৃত হয়?

(i) অ্যালুমিনিয়াম উৎপাদনে (ii) ব্রোঞ্জ উৎপাদনে iii) অভ্র উৎপাদনে (iv) তামা উৎপাদনে 

(6). ভারতে বয়লাডিলা কিসের জন্য বিখ্যাত?

(i) লৌহ আকরিক (ii) অ্যালুমিনিয়াম (iii) মাইকা (iv) বক্সাইট 

(7). কিসের অভাবে পাতা হলুদ হয়ে যায়?

(i) ফসফরাস (ii) সোডিয়াম (iii) ম্যাগনেসিয়াম (iv) ক্যালসিয়াম 

(8). প্রকৃতিতে মোট অ্যামিনো অ্যাসিডের সংখ্যা__

(i) 18 (ii) 20 (iii) 25 (iv) 35

(9). পঞ্চায়েত সমিতি কিসের সঙ্গে যুক্ত?

(i) কয়েকটি গ্রামের সাথে (ii) একটি গ্রামের সাথে (iii) জেলা (iv) ব্লক  

(10). অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতীকৃতি কে?

(i) গোখলে (ii) বিপিনচন্দ্র পাল (iii) এম এম মালব্য (iv) আর সি দত্ত

SSC GD এর জন্য সব থেকে ভালো বইয়ের লিস্ট

Ans: (1) জি কে গোখলে, (2) প্রমথ মিত্র, (3) বোম্বাই হতে, (4) দীনবন্ধু মিত্র, (5) অ্যালুমিনিয়াম উৎপাদনে, (6) লৌহ আকরিক, (7) ম্যাগনেসিয়াম, (8) 20, (9) ব্লক, (10) আর সি দত্ত.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button