WBPSC Clerkship Practice Set 21: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

বর্তমানে West Bengal Public Service Commission – WBPSC Clerkship এর ফরম ফিলাপ চলছে। এর মানে হল এই পরীক্ষার জন্য আপনার হাতে আর খুব বেশি সময় অবশিষ্ট নেই। আপনারা যারা WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমাদের অভিজ্ঞ টিমের দ্বারা প্র্যাকটিস সেট সেশন শুরু করা হয়েছে। যার ফলে আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আমাদের ওয়েবসাইট wbexamguide.com এ আপলোড করে চলেছি। ভালো প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিন এই প্রাক্টিস সেট গুলোতে অংশগ্রহণ করুন। 

(১). ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কোন সালে?

(i) ১৯৪৫ (ii) ১৯৪২ (iii) ১৯৪৭ (iv) ১৯৪৬   

(2). কত তারিখে বঙ্গবিভাগ কার্যকরী হয়েছিল?

(i) 29 শে মার্চ, 1901 (ii) 16 ই অক্টোবর, 1905  (iii) 14ই আগস্ট, 1946 (iv) 22 শে জুলাই, 1911  

(3). ভারতীয় জাতীয় আন্দোলন কালে চরমপন্থী মত ও পথের উত্থানের অন্যতম প্রধান কারণ কি ছিল?

(i) ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার (ii) নরমপন্থীদের আন্দোলনে সরকারি অবজ্ঞা (iii) বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান (iv) বঙ্গবিভাগ  

(4). নিন্মে উল্লেখিত ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না কে?

(i) লর্ড ওয়াভেল (ii) স্যার স্টাফর্ড ক্রিপস (iii) এ ভি আলেকজান্ডার (iv) স্যার পেথিক লরেন্স    

(5). ভারতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কারখানা __ অবস্থিত?

(i) হিন্দুস্থান শিপইয়ার্ড, বিশাখাপত্তনম (ii) গার্ডেনরিচ ওয়াকশপ, কলিকাতা (iii) কোচিন শিপইয়ার্ড, কোচি (iv) মাজাগাঁও ডক, মুম্বাই    

(6). তুতিকোরিণ বন্দরটি কোন উপকূলে অবস্থিত?

(i) করমন্ডল (ii) মালাবার (iii) কচ্ছ উপসাগর   (iv) কঙ্কণ 

(7). কোন বস্তুর তাপমাত্রা 1k বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে __ বলা হয়। 

(i) তাপগ্রাহিতা (ii) আপেক্ষিক তাপ (iii) জলসম  (iv) কোনোটিই নয়

(8). কোন প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়?

(i) পরিচলন (ii) পরিবহন (iii) বিকিরণ (iv) কোনভাবেই না  

(9). ভারতীয় পরিকল্পনার সময় কোনটি দ্রুততম বৃদ্ধি হয়েছে?

(i) শিল্প ক্ষেত্র (ii) কৃষি ক্ষেত্র (iii) সেবা ক্ষেত্র (iv) উপরে কোনোটিই নয় 

(10). দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কার নাম যুক্ত?

(i) জওহরলাল নেহের (ii) মহাত্মা গান্ধী iii) বি আর শেনয় (iv) প্রশান্ত চন্দ্র মহালানবীশ

Ans: (1) ১৯৪৬ (2) 16 ই অক্টোবর 1905 (3) বঙ্গবিভাগ (4) লর্ড ওয়াভেল (5) কোচিন শিপইয়ার্ড, কোচি (6) করমন্ডল (7) তাপগ্রাহিতা (8) বিকিরণ (9) সেবা ক্ষেত্র (10) প্রশান্ত চন্দ্র মহালানবীশ। 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button