Home পরীক্ষা প্রস্তুতি ICDS Anganwadi Practice Set 09: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

ICDS Anganwadi Practice Set 09: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

0
ICDS Anganwadi Practice Set 09: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন
ICDS Anganwadi Practice Set 09: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ আমাদের ICDS Anganwadi & worker পরীক্ষার চাকরি প্রার্থীর জন্য 09 নম্বর প্রাক্টিস সেট নিয়ে উপস্থিত হলাম। আপনি আপনার সেলফি ছুটি করার সাথে সাথে প্রতিদিন আমাদের এই প্র্যাকটিসের গুলিতে অংশগ্রহণ করে নিজের প্রস্তুতিকে নিখুঁত করে তুলুন। এবং প্রতিযোগিতার বাইরে গিয়ে নিজের সাফল্যকে নিজের আয়ত্তে নিয়ে আসুন। আজ থেকে আপনার প্রস্তুতি শুরু করুন।  

(1). প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত?

(i) সংস্কৃত (ii) প্রাকৃত (iii) অর্ধ মাগধী (iv) পালি

(2). কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন!

(i) চন্দ্রগুপ্ত (ii) বিম্বিসার (iii) অজাতশত্রু (iv) অশোক

(3). প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন?

(i) চন্দ্রগুপ্ত মৌর্য (ii) অজাত শত্রু (iii) অশোক (iv) বিন্দুসার

(4). সমুদ্র গুপ্তের সভাকবি কে ছিলেন?

(i) নাগার্জুন (ii) অশ্ব ঘোষ  (iii) হরিষেন (iv) আর্যভট্ট

(5). মধ্যযুগে কোন মুসলিম ধর্মাত্মাকে হিন্দু মুসলিম সকলেই শ্রদ্ধা বা পূজা করত?

(i) নিজামুদ্দিন আউলিয়া (ii) কবির (iii) শেখ কুতুবুদ্দিন (iv) সেলিম চিস্তি

(6). গদর পার্টি কোথায় স্থাপিত হয়েছিল?

(i) লাহোর (ii) সানফ্রান্সিসকো (iii) ওয়াশিংটন (iv) অমৃতসর 

(7). সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? 

(i) শ্রীহরিকোটা (ii) চেন্নাই (iii) চাঁদিপুর (iv) ট্রম্বে 

(8). নাগার্জুনাসাগর বহুমুখী প্রকল্পের বাঁধ নিন্মলিখিত নদীর উপর অবস্থিত.

(i) কাবেরী (ii) কৃষ্ণা (iii) শোন (iv) তুঙ্গভদ্রা

(9). জারন গঠিত ক্ষয় কি ধরনের?

(i) রাসায়নিক (ii) যান্ত্রিক (iii) বায়োফিজিক্যাল  (iv) জৈবক্ষয়

(10). পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়?

(i) কোচবিহার (ii) জলপাইগুড়ি (iii) আলিপুরদুয়ার (iv) শিলিগুড়ি

Ans: (1). পালি, (2) বিম্বিসার, (3) বিন্দুসার, (4) হরিষেন, (5) নিজামুদ্দিন আউলিয়া, (6) সানফ্রান্সিসকো, (7) শ্রীহরিকোটা, (8) কৃষ্ণা, (9) রাসায়নিক (10) শিলিগুড়ি

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here