WBPSC Food SI Practice Set 77, এখুনি প্রস্তুতি শুরু করুন

আজ আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে WBPSC Food SI 2023 পরীক্ষা হেতু 77 তম প্র্যাকটিস সেট আপলোড করলাম। ইতিমধ্যে যারা এই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেছেন, তারা দ্রুত আমাদের নতুন প্র্যাকটিসের অংশগ্রহণ করুন। 

(1) ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু __ কে পরাজিত করে সভাপতি হয়েছিলেন?

(i) রাজেন্দ্র প্রসাদ (ii) পট্টভি  সীতারামাইয়া (iii) জওহরলাল নেহেরু (iv) মৌলানা আজাদ  

(2). আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল__ সালে

(i) 10ই আগস্ট,1940 (ii) 1লা অক্টোবর,1939 (iii) 1লা সেপ্টেম্বর,1942 (iv) 11ই মে,1941 

(3) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ – নাম ছিল__

(i) “শহীদ” ও “স্বরাজ” দ্বীপ (ii) শহীদ ভূমি (iii) জয়হিন্দ দ্বীপ (iv) আজাদ হিন্দুস্থান   

(4). জার্মানিতে সুভাষচন্দ্র বসুর “মহা নিষ্ক্রমণ” কত সালে ঘটেছিল?

(i) ১৯৪০ (ii) 1939 (iii) ১৯৪২ (iv) 1941

(5). “Global positioning system(GPS)” দিয়ে কি পরিমাপ করা হয়?

(i) সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান (ii) জলের গভীরতা (iii) গোলকের পরিধি (iv) অক্ষাংশ দ্রাঘিমাংশ  

(6). Aerial photographs কোন যন্ত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়?

(i) স্টিরিওস্কোপ (ii) মাইক্রোস্কোপ (iii) থিওডোলাইট (iv) প্যারাল্যাক্সবার 

(7). একটি চুম্বককে দ্রুত একটি কুন্ডলীর দিকে আনা হলে, কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আকৃষ্ট হয় সেটির মান নিম্নলিখিত কিসের উপর নির্ভরশীল নয়?

(i) চুম্বকের গতিবেগ (ii) কুন্ডলীর পাক সংখ্যা (iii) চুম্বকের মেরু শক্তি (iv) কুন্ডলি রোধ  

(8). একটি দন্ড চুম্বকের চুম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝায়? 

(i) ওর কেন্দ্র থেকে মেরুর দূরত্ব (ii) ওর মোট দৈর্ঘ্য (iii) ওর মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব (iv) ওর প্রস্থ

(9). জাতীয় পরামর্শদাতা পর্ষদের প্রধান কে ছিল?

(i) সনিয়া গান্ধী (ii) ড: মনমোহন সিং (iii)পি চিদাম্বরম (iv) প্রণব মুখার্জি     

(10). ভারতবর্ষের মোট কত শতাংশ লোক এখনও দরিদ্র?

(i) ৮৩শতাংশ (ii) ৪০ শতাংশ (iii) ৬৬.৬৬শতাংশ (iv)১০ শতাংশ

Ans: (1) পট্টভি  সীতারামাইয়া (2) 1লা সেপ্টেম্বর,1942 (3) শহীদ” ও “স্বরাজ” দ্বীপ (4) 1941 (5) সমুদ্রের খনিজ দ্রব্যের অবস্থান (6) স্টিরিওস্কোপ (7) চুম্বকের গতিবেগ (8) ওর মেরুদ্বয়ের মধ্যে দূরত্ব (9) সনিয়া গান্ধী (10) ৪০ শতাংশ.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button