SSC GD Constable Practice Set 13: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 13: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable 2023 পরীক্ষার ১৩ তম প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। এই প্র্যাক্টিস সেটে গুলিকে মোট দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। যে প্রশ্নগুলি আগত SSC GD Constable পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পরট্যান্ট। কমন পাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা আমাদের wbexamguide.com ওয়েবসাইটে প্রতিদিন একটি করে আপলোড করে চলেছি। তাই সময় নষ্ট না করে প্রতিদিনের প্র্যাক্টিস সেটে প্রতিদিন অংশগ্রহণ করুন। 

(1). জাতীয় কংগ্রেসের 2nd অধিবেশনে সভাপতিত্ব করেন কে?

(i) বদরুদ্দিন তায়েবজি (ii)দাদাভাই নৌরোজী (iii) ফিরোজশাহ মেহতা (iv) ডব্লিউ সি ব্যানার্জি      

(2). কোন ভারতীয় প্রথম বারের জন্য ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন?

(i) দাদাভাই নৌরোজী (ii) জে এল নেহেরু (iii) এম কে গান্ধী (iv) উপরের কেউই নন      

(3). জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন?

(i) বদরুদ্দীন তায়েবজী (ii) মোহম্মদ আলি (iii) আবুল কালাম আজাদ (iv) উপরের কেউই নন  

(4). ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন__

(i) সদার প্যাটেল (ii) জে এল নেহেরু (iii) আবুল কালাম আজাদ (iv) জে বি  কৃপালিনী        

(5). ভারতের বেশিরভাগ অঞ্চলে কোন ধরণের মৃত্তিকা দেখা যায়?

(i) লোহিত মাটি (ii) ল্যাটেরাইট মাটি (iii) পলি  মৃত্তিকা (iv) কৃষ্ণ মৃত্তিকা        

(6). হ্যামলেট গ্রামীণ জনবসতি কোন রাজ্যে দেখা যায়?

(i) বিহার (ii) মধ্য প্রদেশ (iii) হরিয়ানা (iv) পাঞ্জাব

(7). যখন বায়ুর ঘনত্ব 1.30 গ্রাম প্রতি লিটার হয়, সেক্ষেত্রে 7.8 গ্রাম বায়ুর আয়তন কত হবে?

(i) 6 লিটার (ii) 11 লিটার (iii) 10.10 লিটার (iv) 6.5 লিটার     

(8). একটি তরলের সান্দ্রতা কিসের উপর নির্ভর করে?

(i) তাপমাত্রা বৃদ্ধিতে কমিয়া যায় (ii) তাপমাত্রা বৃদ্ধিতে বাড়িয়া যায় (iii) চাপ বৃদ্ধিতে কমিয়া যায়  (iv) তাপমাত্রার উপর নির্ভর করে না। 

(9). ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য কি?

(i) বেশি ব্যাঙ্ক লেনদেন (ii) বেশি কাঁচা টাকার লেনদেন (iii) বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন (iv) বেশি দ্রব্য বিনিময় লেনদেন

(10). ভারতে কর্মরত মোট জনসংখ্যার ৫০% এর বেশি কোন কাজের উপর নির্ভর করে? 

(i) সরকারি ক্ষেত্রের উপর (ii) প্রাথমিক ক্ষেত্রের উপর (iii) শিল্পক্ষেত্রের উপর (iv) তৃতীয় পর্যায়ভূক্ত ক্ষেত্রের উপর  

Ans: (1) দাদাভাই নৌরোজী (2) দাদাভাই নৌরোজী (3) বদরুদ্দীন তায়েবজী (4) জে বি  কৃপালিনী (5) পলি  মৃত্তিকা (6) মধ্য প্রদেশ (7) 6 লিটার (8) তাপমাত্রা বৃদ্ধিতে কমিয়া যায় (9)বেশি কাঁচা টাকার লেনদেন (10) প্রাথমিক ক্ষেত্রের উপর

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button