WBPSC Clerkship Practice Set 11: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

West Bengal Public Service Commission Recruitment Board এর তত্ত্বাবধানে খুব শীঘ্রই PSC Clerkship-এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই পরীক্ষায় একটি চাকরি পাওয়ার জন্য এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিৎ। আর আপনাদের প্রস্তুতির সময় আপনারা আমাদের সব সময় পাশে পাবেন। আপনাদের প্রিপারেশনের সুবিধার্থে আমরা প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটের আয়োজন করে চলেছি। যে প্র্যাকটিস সেটে দেওয়া প্রশ্নগুলি PSC Clerkship পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকি অনেক প্রশ্ন হুবুহু কমন পর্যন্ত পাবেন। তাই আর দেরি না করে আজকেরের প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেছিলেন?

(i) ইলতুৎমিস (ii) আলাউদ্দিন খলজি (iii) কুতুবউদ্দিন আইবক (iv) বলবন

(2). দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?

(i) মোহাম্মদ বিন তুঘলক (ii) ইলতুৎমিস (iii) ফিরোজ শাহ তুঘলক (iv) আলাউদ্দিন খলজি

(3). তারিখ ই ফিরোজশাহীর রচয়িতা __

(i) জিয়াউদ্দিন বরনী (ii) আবুল ফজল (iii) আল বিরুন (iv) মিনহাজ উজ সিরাজ 

(4). দিল্লি সুলতানীর শেষ শাসক ছিলেন__

(i) ইব্রাহিম লোদী (ii) সিকান্দার লোদী (iii) আলাউদ্দিন আলম শাহ (iv) বাহলুল লোদী 

(5). আন্দামান-নিকোবরের দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছে?

(i) ডানকান প্রণালী (ii) 9 ডিগ্রি চ্যানেল (iii) 10 ডিগ্রি চ্যানেল (iv) কোকো চ্যানেল 

(6). কোন কোন দ্বীপুঞ্জকে 9 ডিগ্রি চ্যানেল পৃথক করেছে ? 

(i) দক্ষিণ আন্দামান ও ছোট আন্দামান (ii) মিনিকয় দ্বীপপুঞ্জ ও মালদ্বীপ (iii) কচ্ছ ও পাকিস্তানের সামুদ্রিক সীমানা (iv) কাভারাত্তি ও মিনিকয় দ্বীপপুঞ্জ

(7). পদ বিহীন উভচর প্রাণী__ বর্গের অন্তর্গত.

(i) অনুরা (ii) জিমনোফিওনা (iii) ইউরোডিলা (iv) কোনোটিই নয়

(8). স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কাশেরুকার  সংখ্যা__

(i) 77 টি (ii) 7 টি (iii) 11 টি (iv) 17 টি  

(9) কল্যানমুখী রাষ্ট্রের ধারণা ভারতীয় সংবিধানের কোন অংশের অন্তর্গত?

(i) মৌলিক অধিকার (ii) প্রস্তাবনা (iii) চতুর্থ তপসিল  (iv) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ

(10). কোন মূল অধিকারটিকে ড: আম্বেদকর সংবিধানের কেন্দ্রবিন্দু বলে বর্ণনা করেছিলেন__

(i) সংবিধান সংশোধনীর অধিকার (ii) ধর্মের অধিকার (iii) সম্পত্তির অধিকার (iv) সব কয়টি 

Ans: (1) কুতুবউদ্দিন আইবক, (2) ফিরোজ শাহ তুঘলক, (3) জিয়াউদ্দিন বরনী, (4) ইব্রাহিম লোদী, (5) 10 ডিগ্রি চ্যানেল, (6) কাভারাত্তি ও মিনিকয় দ্বীপপুঞ্জ, (7) জিমনোফিওনা, (8) 7 টি, (9) রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সমূহ, (10) সংবিধান সংশোধনীর অধিকার।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button