Home পরীক্ষা প্রস্তুতি SSC GD Constable Practice Set 12: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 12: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

0
SSC GD Constable Practice Set 12: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন
SSC GD Constable Practice Set 12: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

বর্তমানে SSC GD Constable 2023 পরীক্ষার ফর্ম ফিলাপ চলছে। যারা একন ও করেননি তারা দ্রুত ফর্ম ফিলাপ করে নিন। মাধ্যমিক লেভেলের এই চাকরির পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য অবশ্যই সিলেবাস অনুসারে পড়াশোনা করতে হবে। আর এই কম সময়ে পাশ করার জন্য লাগবে সঠিক স্ট্রাটেজি। আমরা সেই স্ট্রাটেজি মেনেই আপনাদের জন্য আমাদের স্পেশাল শিক্ষকদের দ্বারা এই প্রাকটিস সেট গুলির বন্দোবস্ত করছি। যেখান থেকে আগত চাকরির পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন সরাসরি কমন পাবেন।

আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন একটি করে প্রাকটিস সেট আপলোড করে চলেছি। আজ আমাদের এই সেশানের 12 তম আর্টিকেল। তাই সময় নষ্ট না করে সেল্ফ স্টাডির পাশাপাশি আমাদের এই স্পেশাল প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। এবং নিজের সাফল্যের দিকে আরো এক ধাপ এগিয়ে যান। আর কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন প্রাকটিস সেটে দ্রুত চোখ বুলিয়ে নিন। 

(1). ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট ছিলেন__

(i) সুরেন্দ্রনাথ ব্যানার্জি (ii) এ. ও হিউম (iii) দাদাভাই নৌরোজী (iv) ডব্লিউ সি ব্যানার্জি      

(2).  জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারতের জন্য পূর্ণ স্বরাজের প্রস্তাব গৃহীত হয়েছিল?

(i) বোম্বাই (ii) সুরাট (iii) কলিকাতা (iv) লাহোর      

(3). জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন__

(i) বদরুদ্দীন তায়েবজী (ii) দাদাভাই নৌরোজী  (iii) ফিরোজ শাহ মেহতা (iv) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 

(4). জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম বারের মতো সভাপতিত্ব করেছিলেন?

(i) পদ্মাজা নাইডু (ii) সরোজিনী নাইডু (iii) প্রীতিলতা ওয়াদ্দেদার (iv) এ বেসান্ত       

(5). নিম গাছ কি ধরণের উদ্ভিদ?

(i) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী গাছ (ii) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ গাছ (iii) ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ গাছ  (iv) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী গাছ       

(6). ভারতের বন গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে?

(i) ভোপাল (ii) দিল্লি (iii) লখনউ (iv) দেরাদুন

(7). ব্যতিক্রম কোনটি?

(i) ফালং (ii) মিটার (iii) মাইল (iv) একর    

(8).  আলোকবর্ষ __ এর একক। 

(i) দূরত্ব (ii) সময় (iii) আলোর প্রবাল্য (iv) আলো

(9). অর্থনৈতিক পরিকাঠামো তৈরীর জন্য বেশ কয়েকটি নীতি রয়েছে, নিম্নে উল্লেখিত নীতি গুলির মধ্যে কোনটা ভুল?

(i) আর্থিক ক্ষেত্র গুলির মুনাফা বাড়ানো (ii) সরকারি বাজেটে ঘাটতি হ্রাস (iii) লেনদেনের ঘাটতি বৃদ্ধি (iv) মুদ্রাস্ফীতির চাপ কমানো   

(10). কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেস্ক-ব্যাঙ্ক কি?

(i) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (ii) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (iii) (ক) এবং (খ) উভয়ই (iv) নাবার্ড (NABARD) 

Ans: (1) ডব্লিউ সি ব্যানার্জি (2) লাহোর (3) দাদাভাই নৌরোজী (4) সরোজিনী নাইডু (5) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী গাছ (6) দেরাদুন (7) একর (8) দূরত্ব (9)লেনদেনের ঘাটতি বৃদ্ধি (10) নাবার্ড (NABARD) 

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here