WBPSC Food SI Practice Set 78, ফুড এসআই প্রাকটিস সেট 2023

২০২৪ সালের মার্চ মাসের মধ্যে WBPSC Food SI পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনাদের সুবিধার্থে আমাদের টিমের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নিয়ম করে নতুন নতুন সাজেস্টিভ  প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। আপনারা ভাল পারফর্ম করার জন্য প্রতিদিন নিয়মিত প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজেদের প্রস্তুতি চালিয়ে যান। 

(১). পূর্ণ মানবতাবাদের (Radical Humanism) সঙ্গে কে জড়িত ছিলেন?

(i) মানবেন্দ্রনাথ রায় (ii) সুভাষচন্দ্র বসু (iii) বিপিনচন্দ্র পাল (iv) স্বামী বিবেকানন্দ  

(2). “Let a hundred flowers bloom”- উক্তিটি কার?

(i) মাও সে তুন (ii) এম কে গান্ধী (iii) ভিআই লেনিন (iv) জোওহারলাল নেহেরু   

(3). নাগাল্যান্ডে প্রথমবার জাতীয় পতাকা কে তুলেছিলেন? 

(i) বিণা দাশগুপ্ত (ii) প্রীতিলতা ওয়াদ্দেদার  (iii) সরোজিনী নাইডু (iv) রানী গুইডিনলিউ 

(4). “ভারতের মহান বৃদ্ধ” কে?

(i) মদনমোহন মালব্য (ii) মহাত্মা গান্ধী (iii) দাদাভাই নৌরোজী (iv) সীতারাম কেশরী            

(5). লন্ডন ও কলকাতার মধ্য সময়ের পার্থক্য কত?

(i) কলকাতা তিন ঘন্টার বেশি এগিয়ে (ii) কলকাতা পাঁচ ঘণ্টার বেশি এগিয়ে (iii) কলকাতা দশ ঘন্টা পিছিয়ে (iv) কলকাতা পনেরো মিনিট এগিয়ে  

(6). পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোন বস্তুকে যখন মেরু অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয়, তখন বস্তুটির কি হয়?

(i) ভর এবং ওজন দুই পরিবর্তিত হয় (ii) ভর বাড়ে (iii) ওজন কমে (iv) ওজন বাড়ে 

(7). স্টেপডাউন ট্রান্সফরমারে কি বৃদ্ধি পায়? 

(i) কারেন্ট (ii) ভোল্টেজ (iii) কারেন্টর  ঘনত্ব   (iv) ওয়াটেজ      

(8). কোন পরিবাহীর আপেক্ষিক রোধ কিসের উপর নির্ভর করে? 

(i) দৈর্ঘ্যের উপর (ii) প্রস্থচ্ছেদের আকৃতির উপর (iii) উষ্ণতার উপর (iv) প্রস্থের উপর

(9). ১৯৫৬ সালের দ্বিতীয় শিল্পনীতির শিল্প গুলিকে কোন শ্রেণীতে ভাগ করা হয়েছিল?

(i) ৩ (ii) ২ (iii) ৬ (iv) ৪ 

(10). ভারত সরকার বাছাই করা সরকারি ক্ষেত্রের শেয়ার বিক্রি করতে শুরু করেছে কোন সাল থেকে?

(i) ১৯৯৩ (ii) ১৯৯২ (iii) ১৯৯৭  (iv) ১৯৯৪

Ans: (1) মানবেন্দ্রনাথ রায় (2) মাও সে তুন (3) রানী গুইডিনলিউ (4) দাদাভাই নৌরোজী (5) কলকাতা পাঁচ ঘণ্টার বেশি এগিয়ে (6) ওজন বাড়ে (7) ভোল্টেজ (8) উষ্ণতার উপর (9) ৩ (10) ১৯৯২।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button