SSC GD Constable Practice Set 21: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আজকে আমরা SSC GD Constable 2023 পরীক্ষার 21 তম আপলোড করেছি। আপনারা যারা ইতিমধ্যে ২০ টি প্রাক্টিস সেট দেখে ফেলেছেন, তাদেরকে দ্রুত ২১তম প্র্যাকটিস থেকে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনি যদি রেগুলার এই প্র্যাকটিস সেটগুলোতে অংশগ্রহণ করেন, তাহলে খুব সহজেই সিলেবাসের কোন জায়গা গুলি থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলো বুঝতে পারবেন। তাই প্রতিদিনই প্র্যাকটিসে গুলিতে অংশগ্রহণ করে নিজের সাফল্যেকে সুনিশ্চিত করুন।  

(1). গদর দলের নেতা ছিলেন__

(i) লালা হারদয়াল (ii) ভগত সিং (iii) ভি ডি সাভারকর (iv) বি জি তিলক      

(2). বালগঙ্গাধর তিলক ১৯১৬ সালে কোথায় হোমরুল লীগের প্রতিষ্ঠা করেন?

(i) পুনে (ii) সাতারা (iii) বেরার (iv) বেলেগাঁও 

(3). কোন দল সংবিধান সভার মাধ্যমে প্রথম ভারতবর্ষের সংবিধান প্রবর্তনের ধারণা গ্রহণ করেছিলেন?

(i) ১৯৩৬ এ কংগ্রেস (ii) স্বরাজ্য দল (iii) ১৯৪৬ এ সর্বদলীয় সম্মেলন (iv) ১৯৪২ এ মুসলিম লীগ        

(4). ১৯২৭ সালে সাইমন বয়কটের কারণ কি?

(i) ইয়া মুসলিম লীগকে সমর্থন করেছিলেন  (ii) কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিলেন না (iii) কংগ্রেস ভেবেছিলেন ভারতীয়রা স্বরাজের অধিকারী (iv) উপরের কোনোটিই নয়   

(5). পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত?

(i) খড়গপুর (ii) রাঁচি (iii) কলকাতা (iv) দিসপুর 

(6). “ডলফিন নোজ” গুরুত্বপূর্ণ বিশাখাপত্তনম বন্দরে__

(i) পুরাতাত্ত্বিক কেন্দ্র (ii) পর্যটক কেন্দ্র (iii) বন্দরের মাল পারাপারের জন্য রোপওয়ে (iv) জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল       

(7). দুটি সমান্তরাল আয়নার মাঝে যদি কোন একটি বস্তুর রাখা হয় তাহলে প্রতিচ্ছবির সংখ্যা কয়টি হবে?

(i) ২ (ii) ৮ (iii) ৩২ (iv) অসংখ্য

(8). একটি ক্যামেরার উপর ফোকাস কিসের উপর নির্ভর করে?

(i) ফিল্ম থেকে লেন্সের দূরত্ব (ii) আলোর পরিমাণের ওপর (iii) শাটারের গতিবেগ (iv) লেন্সের থেকে বস্তুটির দূরত্ব   

(9). গরিবী হঠাও স্লোগানটি __ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত হয়েছিল?

(i) চতুর্থ পরিকল্পনা (ii) তৃতীয় পরিকল্পনা (iii) ষষ্ঠ পরিকল্পনা (iv) পঞ্চম পরিকল্পনা  

(10). প্রাথমিকভাবে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার প্রকৃত সূচনা পরিকল্পনার সময় থেকে হয়েছিল?

(i) অষ্টম পরিকল্পনা (ii) সপ্তম পরিকল্পনা (iii) দশম পরিকল্পনা (iv) নবম পরিকল্পনা 

Ans: (1) লালা হারদয়াল (2) বেলেগাঁও (3) স্বরাজ্য দল (4) কমিশনে ভারতীয় কোন মেম্বার ছিলেন না (5) কলকাতা (6) জাহাজ শিল্প উন্নতি ও বন্দরের জন্য প্রাকৃতিক ঢাল (7) অসংখ্য (8) ফিল্ম থেকে লেন্সের দূরত্ব (9) পঞ্চম পরিকল্পনা (10) অষ্টম পরিকল্পনা।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button