WBPSC Food SI Practice Set 43: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আপনারা যারা WBPSC Food Sub-Inspector 2023 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কেবলমাত্র তাদের জন্য আমরা এই সেশন কন্টিনিউ করে চলেছি। যাতে আপনাদের প্রস্তুতি অন্যদের তুলনায় অনেক ভালো হয়। আজ আমাদের এই সেশন এর 43 তম নিবন্ধ। আর কথা না বাড়িয়ে চলুন আজকের প্র্যাকটিস সেট দেখে নেওয়া যাক।    

(1). প্রথম ভারতীয় সংবাদ সংস্থার নাম কি?

(i) হিন্দুস্তান রিভিউ (ii) অ্যাসোসিয়েটেট প্রেস অফ ইন্ডিয়া (iii) ইন্ডিয়ান রিভিউ (iv) দ্য ফ্রি পেস অফ ইন্ডিয়া 

(2) কে ব্রাহ্মসমাজের সক্রিয় নেতা ছিল না?

(i) কেশব চন্দ্র সেন (ii) অক্ষয় কুমার দত্ত (iii) স্বামী বিবেকানন্দ (iv) দেবেন্দ্রনাথ ঠাকুর  

(3). তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(i) কেশব চন্দ্র সেন (ii) দেবেন্দ্রনাথ ঠাকুর (iii) শিবনাথ শাস্ত্রী (iv) রাজা রামমোহন রায় 

(4). ‘গুলামগিরি ‘ গ্রন্থটি লিখেছিলেন__

(i) জ্যোতিবা ফুলে (ii) বি আর আম্বেদকর (iii) রামমোহন রায় (iv) স্যার সৈয়দ আহমেদ খান    

(5). অলকনন্দার ভাগীরথী সঙ্গম হয়__

(i) রুদ্র প্রয়াগে (ii) হরিদ্বারে (iii) দেব প্রয়াগে (iv) কর্ণ প্রয়াগে  

(6). সিন্ধু কি প্রকারের নদী __ 

(i) অনুগামী নদী (ii) পূর্ববর্তী নদী (iii) বিপরা (iv) পরবর্তী নদী 

(7). AIDS কি ধরণের রোগ?

(i) ব্যাকটেরিয়া ঘটিত রোগ (ii) জিন ঘটিত রোগ (iii) ছত্রাক ঘটিত রোগ (iv) ভাইরাস ঘটিত রোগ    

(8). অশ্রু এবং লালাতে যে লাইসোজোম নামে এক উৎসেচক থাকে তা কি ধ্বংস করে?

(i) ব্যাকটেরিয়া (ii) ভাইরাস (iii) প্রোটোজোয়া (iv) ভাইরাস আক্রান্ত কোষ সমূহ   

(9). মর্যাদার দিক দিয়ে লোকসভার স্পিকার__ এর সমতুল্য

(i) হাইকোর্টের প্রধান বিচারপতি (ii) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (iii) রাজমন্ত্রী (iv) কেন্দ্রীয় মন্ত্রী 

(10). ভারতের লোকসভা কে ভেঙে দিতে পারে?

(i) প্রধানমন্ত্রী (ii) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (iii) প্রধানমন্ত্রীর উপদেশে ভারতের রাষ্ট্রপতি (iv) প্রধানমন্ত্রীর উপদেশের লোকসভার অধ্যক্ষ।

Ans: (1) দ্য ফ্রি পেস অফ ইন্ডিয়া (2) স্বামী বিবেকানন্দ (3) দেবেন্দ্রনাথ ঠাকুর (4) জ্যোতিবা ফুলে (5) দেব প্রয়াগে (6) পূর্ববর্তী নদী (7) ভাইরাস ঘটিত রোগ (8) ব্যাকটেরিয়া (9) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (10) প্রধানমন্ত্রীর উপদেশে ভারতের রাষ্ট্রপতি।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button