Food SI Practice Set 69: ফুড সাব ইন্সপেক্টর প্রাক্টিস সেট ৬৯, প্রস্তুতি নেওয়া শুরু করু 

কেবল আপনাদের জন্য আমরা প্রতিদিন এত কষ্ট করে Food SI Practice Set নিয়ে আসি। আজ আমরা সম্পূর্ণ নতুন food sub inspector 69 তম প্র্যাক্টিস সেট আপলোড করলাম। আপনারা যারা প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করেন, তারা দ্রুত আমাদের নতুন Food SI Practice Set 69 এ চোখ বুলিয়ে নিন। 

(1). গদর পার্টি কাকে মারতে চেয়েছিল?

(i) হার্ডিঞ্জ (ii) কিংসফোর্ড (iii) নর্থব্রুক (iv) টেগার্ট  

(2). রবীন্দ্রনাথের কোন উপন্যাসের মধ্যে স্বদেশী আন্দোলনের সমালোচনা দেখতে পাওয়া যায়?

(i) ঘরে বাইরে (ii) চোখের বালি (iii) চার অধ্যায়  (iv) চতুরঙ্গ  

(3) প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয় কোন অভিযানের সময়?

(i) ফেনি অভিযান (ii) চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন  (iii) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমন (iv) কার্পোল অভিযান 

(4). তেভাগা আন্দোলন বাংলায় কবে শুরু হয়?

(i) 1944 (ii) 1942 (iii) 1946 (iv) 1945

(5). গোল্ডেন কোয়াড্রিল্যাটারল কাকে বলা হয়?

(i) জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প (ii) জাতীয় হাইওয়ে (iii) সোনা নিলাম কেন্দ্র (iv) রেল উন্নয়ন প্রকল্প  

(6). ভারতের কোন শহরে প্রথম ভুগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে?

(i) মুম্বাই (ii) দিল্লি (iii) কলকাতা (iv) চেন্নাই

(7). __ উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনে বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলা হয়?

(i) 100°C (ii) 0°C (iii) 10°C (iv) 4°C

(8). পারদের কোন গুণের জন্য এটিকে ক্লিনিক্যাল থার্মোমিটারে ব্যবহার করা হয়?

(i) ঘনত্ব বেশি (ii) তাপের সুপরিবাহী (iii) সহজলভ্য (iv) তড়িৎ সুপরিবাহী   

(9). কোনটি ভারতীয় পঞ্চবার্ষিকী  পরিকল্পনার লক্ষ্য নয়?

(i) জনসংখ্যা বৃদ্ধি (ii) শিল্পবৃদ্ধি (iii) উৎপাদনশীলতা বৃদ্ধি (iv) স্বনির্ভরতা বৃদ্ধি   

(10). __ সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল?

(i) ১৯৪৯ (ii) ১৯৪৭ (iii) ১৯৫১ (iv) ১৯৫০    

Ans: (1) হার্ডিঞ্জ (2) ঘরে বাইরে (3) পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমন (4) 1946 (5) জাতীয় হাইওয়ে উন্নয়ন প্রকল্প (6) কলকাতা (7) 4°C (8) তাপের সুপরিবাহী (9) জনসংখ্যা বৃদ্ধি (10) ১৯৫০. 

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button