ICDS Anganwadi Practice Set 32: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Anganwadi Practice Set 32: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছেন, কেবল তাঁদের সুবিদার্থে আমরা এই প্রাকটিস সেট সিরিজের বন্দোবস্ত করেছি। আমরা প্রতিদিন নিয়মিত একটি করে Practice Set আপলোড করে চলেছি। আপনারা এই প্রাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজেদের সাফল্যের দিকে আরো একধাপ সামনের দিকে এগিয়ে যান। 

(1).”স্কুল বুক সোসাইটি” প্রতিষ্ঠা করেন__

(i) হাইড ইস্ট (ii) ডেভিড হেয়ার (iii) বেথুন (iv) উইলিয়াম জোন্স 

(2). সমাচার দর্পণ প্রকাশ করেছিলেন?

(i) হরিশচন্দ্র মুখার্জি (ii) নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (iii) তারা চাঁদ দত্ত (iv) জে সি মার্শম্যান   

(3). জিওগ্রাফি অফ পুরানস কে লিখেছেন?

(i) মুনীষ রাজা (ii) এস মুজাফফর আলী (iii) প্রণবানন্দ (iv) স্বামী বিবেকানন্দ

(4). “নীলদর্পণ” নাটকটিকে কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন? 

(i) কালীপ্রসন্ন সিংহ (ii) মধুসূদন দত্ত (iii) হরিশচন্দ্র মুখার্জী (iv) রেভারেন্ড জেমস লঙ্  

(5). ভারতে প্রথম চটকল কত সাল নাগাদ স্থাপিত হয়?

(i) ১৮৫০ (ii) ১৯২০ (iii) ১৭৫৫ (iv) ১৮০০  

(6). ভারতের কয়লা প্রধানত কি ধরণের হয়ে থাকে?

(i) বিটুমিনাস (ii) এনথ্রাসাইট (iii) পিট (iv) লিগনাইট 

(7). নিচের কোনটি সবজির রোগ সৃষ্টিকারী উদ্ভিদ ভাইরাস গুলোর মধ্যে একটি?

(i) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস (ii) টোবাকো মোজাইক ভাইরাস (iii) অ্যাডেনো ভাইরাস (iv) ওপরের কোনোটিই নয়।

(8). পতঙ্গ ভোজী গাছ?

(i) নয়নতারা (ii) গুলঞ্চ (iii) কলস পত্রী (iv) বাসক  

(9). ভারতে পঞ্চায়েতি রাজ্যের সভার কার্যকাল কত?

(i) ৩ বছর (ii) ১ বছর  (iii) ৫ বছর(iv) ৪বছর

(10). ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা প্রাথমিক স্তরটি কোনটি?

(i) পঞ্চায়েত সমিতি (ii) গ্রাম পঞ্চায়েত (iii) গ্রাম সভা (iv) জেলা পরিষদ

ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগ, এই বইগুলি পড়লে ১০০ শতাংশ পাশ করবেন

Ans: (1) ডেভিড হেয়ার (2) জে সি মার্শম্যান (3) এস মুজাফফর আলী (4) মধুসূদন দত্ত (5) ১৮৫০ (6) বিটুমিনাস (7) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস (8) কলস পত্র (9) ৫ বছর (10) গ্রাম পঞ্চায়েত.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button