SSC GD Constable Practice Set 06: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 06: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আগামী ২৪ শে নভেম্বর SSC GD Constable পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তারপর থেকেই আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। তাই আপনারা যারা SSC GD Constable পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের হাতে আর বেশি সময় অবশিষ্ট নেই। তাই আশা করছি ইতিমধ্যেই আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রস্তুতি পর্ব সেরে ফেলেছেন।

এই কারণে, আমরা আপনাদের সুবিদার্থে প্রতিদিন একটি করে প্রাক্টিস সেটের বন্দোবস্ত করছি। এই প্র্যাকটিস সেট গুলিতে দেওয়া প্রশ্নগুলি আগত পরীক্ষার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। আমাদের দেওয়া এই প্রশ্নগুলি থেকে প্রচুর প্রশ্ন কমন আসার সম্ভাবনা প্রবল। তাই প্রতিদিন নিজের সেলফ স্টাডি করার পাশাপাশি আমাদের এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজের সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যান। 

SSC GD Constable 2023 এর নতুন সিলেবাস

(1). অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন__

(i) পি মিত্র (ii) সতীশ চন্দ্র বসু (iii) ভূপেন্দ্রনাথ দত্ত (iv) শ্রী অরবিন্দ ঘোষ 

(2). স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন__

(i) পুলিন দাস (ii) অশ্বিনীকুমার দত্ত (iii) বারিন্দ্র ঘোষ (iv) সূর্য সেন 

(3).”কেশরী” পত্রিকার সম্পাদক ছিলেন__

(i) বাল গঙ্গাধর তিলক (ii) লালা লাজপত  রায় (iii) দাদাভাই নওরোজী (iv) গোপালকৃষ্ণ গোখলে 

(4). বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?

(i) সংবাদ কৌমুদী (ii) সমাচার দর্পণ (iii) তত্ত্ববোধিনী পত্রিকা (iv) সংবাদ প্রভাকর 

(5). পুকুর থেকে সর্বাধিক জল ব্যবহার করা হয় ভারতবর্ষের কোন রাজ্যে?

(i) পশ্চিমবঙ্গে (ii) তামিলনাড়ুতে (iii) উত্তর প্রদেশ (iv) উড়িষ্যায়  

(6). বিস্ময়কর HYV ধান ভারতের মোট ধান উৎপাদক অঞ্চলের কত পরিমান জমিতে উৎপন্ন হয়?

(i) ১১% (ii) ১০% (iii) ১০.২% (iv) ১২% 

(7). তিমির প্রধান শ্বাস অঙ্গ হিসেবে কাজ করে__ 

(i) ফুলকা (ii) বহিরাবরণ (iii) শ্বাসনালী (iv) লাং (শ্বাসযন্ত্র)  

(8). সালোকসংশ্লেষের জন্য সবুজ পাতা সৌরশক্তি কত শতাংশ শোষণ করে?

(i) ৫০ (ii) ৩০ (iii) ১০ (iv) ১

(9). ভারতের নির্বাচন কমিশন __ কর্তৃপক্ষের অধীনস্ত 

(i) রাষ্ট্রপতি (ii) সংসদ (iii) কোন কর্তৃপক্ষের অধীনস্থ নয় (iv) সুপ্রিম কোর্ট   

(10). মুখ্য নির্বাচন অধিকারীদের কে অপসারণ করতে পারেন?

(i) পার্লামেন্ট (সংসদ) (ii) মুখ্যমন্ত্রী (iii) রাষ্ট্রপতি সংসদের অনুমোদন সাপেক্ষে (iv) রাষ্ট্রপতি স্বেচ্ছায় 

SSC GD এর জন্য সব থেকে ভালো বইয়ের লিস্ট

Ans: (1) পি মিত্র, (2) অশ্বিনীকুমার দত্ত, (3) বাল গঙ্গাধর তিলক (4) সমাচার দর্পণ, (5) তামিলনাড়ুতে, (6) ১০%, (7) লাং (শ্বাসযন্ত্র), (8) ১, (9) কোন কর্তৃপক্ষের অধীনস্থ নয়, (10) রাষ্ট্রপতি সংসদের অনুমোদন সাপেক্ষে

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button