SSC GD Constable Practice Set 40: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

আপনারা নিশ্চয়ই SSC GD Constable 2023 এর ফরম ফিলাপ করেছেন। এই কারণেই আপনারা এই প্র্যাকটিস সেট আর্টিকেলটিকে দেখার জন্য ক্লিক করেছেন। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি এটা আপনাদের একদম সঠিক সিদ্ধান্ত। SSC GD Constable 2023 পরীক্ষা পাস করতে হলে আপনাকে অবশ্যই এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করতে হবে।

কারণ, একমাত্র এই ভাবেই আপনি বুঝতে পারবেন সিলেবাসের কোন জায়গা গুলি বেশি গুরুত্বপূর্ণ আর কোন জায়গা গুলিকে ছেড়ে দিয়ে পড়াশোনা করতে হবে। এই প্র্যাক্টিস সেট গুলিতে মোট দশটি করে প্রশ্ন দেওয়া হচ্ছে। সিলেবাসের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা গুলি থেকে এই প্রশ্ন সিলেক্ট করা হচ্ছে। আপনারা এই প্রশ্ন ধরে ধরে সিলেবাসের সেই জায়গা গুলিকে ভালোভাবে কভার করুন।

এর ফলে আপনার প্রস্তুতি অন্যদের তুলনায় অনেক বেশি নিখুঁত হয়ে যাবে। আপনার হাতেও অনেক বেশি সময় থাকবে। কারণ আপনাকে সমস্ত সিলেবাস কভার করতে হচ্ছে না। সিলেবাসের কিছু জায়গা খুব ভালোভাবে কভার করুন, একটু জায়গা মিডিয়াম এবং কিছু জায়গা ছেড়ে দিন। প্রতিদিন আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেট গুলিকে প্র্যাকটিস করে যান। আজকে আমরা সম্পূর্ণ নতুন SSC GD Constable Practice Set 40 আপলোড করলাম। আপনারা দ্রুত এই নতুন প্রাক্টিস সেটে চোখ বুলিয়ে নিন। 

SSC GD Constable Practice Set 40

(১). “মিতাক্ষরা” কে লিখেছিলেন?

(i) গঙ্গাধর (ii) ন্যায়চন্দ্র (iii) বিজ্ঞানেশ্বর (iv) বিল হন 

(2). “অশ্বমেধ যজ্ঞ” করেছিলেন কোন রাজা?

(i) কীর্তিবর্মন (ii) প্রথম পুলকেশী (iii) দ্বিতীয় পুলকেশী (iv) মঙ্গলেশ       

(3). সাতবাহন বংশ কে প্রতিষ্ঠাতা করেছিলেন?

(i) কৃষ্ণ (ii) সিমুক (iii) গৌতমীপুত্র সাতকর্ণী (iv) প্রথম সাতকর্ণী     

(4). মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাকালে ঐ অঞ্চলের কে রাজত্ব করতেন? 

(i) দ্বিতীয় নরসিংহ বর্মন (ii) দ্বিতীয় পুলকেশী (iii) রাজেন্দ্র চোল (iv) রাজারাজ       

(5). পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন __ শিল্পের জন্য ব্যাপক বিখ্যাত। 

(i) লোকোমোটিভ (ii) সার (iii) লোহা ও ইস্পাত (iv) উপরের কোনোটিই নয়    

(6). সুন্দরবনের অধিবাসীদের জীবিকা নির্বাহের জন্য প্রধান কাজ কি ছিল?

(i) পর্যটন (ii) বৃষ্টির জলে এক ফসলি চাষবাসের দ্বারা (iii) বাঁধ নির্মাণের দ্বারা (iv) মাছ চাষ    

(7). ফসজিন নিচের __ যৌগের সাধারণ নাম।  

(i) ফসফরাস অক্সিক্লোরাইড (ii) ফসফরাস ট্রাই ক্লোরাইড (iii) কার্বনিল ক্লোরাইড (iv) ফসফিন        

(8). কোলয়ডিয় বস্তু কেন নিচে থিতায় না?   

(i) বিস্তার মাধ্যম অপেক্ষায় এরা অত্যন্ত কম পরিমাণে উপস্থিত থাকে (ii) এদের আপেক্ষিক গুরুত্ব খুব কম (iii) এরা দ্রাবকে পরিণত হয় (iv)এরা বৈদ্যুতিক প্রবাহ বহন করে         

(9). রাজস্ব সংক্রান্ত নীতি কি নির্দেশ করে? 

(i) গ্রামীন ঋণ নীতি (ii) কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি (iii) সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি (iv) সুদ সংক্রান্ত নীতি   

(10). ষষ্ঠ বেতন কমিশনের প্রতিবেদন কার্যকরী করার জন্য কেন্দ্রীয় সরকার মোট ১৩ সদস্য সচিব পর্যায়ের কমিটি গঠন করেছিল। এই কমিটির শীর্ষে কে ছিলেন? 

(i) ব্যয় সচিব সুষমা নাথ (ii) রাজস্ব সচিব পি ভি ভাইদে (iii) অর্থমন্ত্রী পি চিদাম্বরম (iv) ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর 

Ans: (1) বিজ্ঞানেশ্বর (2) দ্বিতীয় পুলকেশী (3) সিমুক (4) দ্বিতীয় নরসিংহ বর্মন (5) লোকোমোটিভ (6) মাছ চাষ (7) কার্বনিল ক্লোরাইড (8) বিস্তার মাধ্যম অপেক্ষায় এরা অত্যন্ত কম পরিমাণে উপস্থিত থাকে (9) সরকারি আয় ও ব্যয় সংক্রান্ত নীতি (10) ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button