WBPSC Food SI Practice Set 35: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

WBPSC Food SI পরীক্ষা অনুষ্ঠিত হতে আর খুব বেশি সময় বাকি নেই। তাই ইতিমধ্যেই আপনাদের প্রস্তুতির অধিকাংশটাই হয়ে যাওয়া উচিত। আমরা কেবল আপনাদের সুবিদার্থে প্রতিদিন নিয়ম করে একটি Food SI Practice Set এর ব্যবস্থা করে চলেছি। যে প্র্যাকটিস সেট গুলিকে আমাদের অভিজ্ঞ টিম মেম্বারদের সাহায্যে প্রস্তুত করা হচ্ছে। আমরা আশা করছি এই প্র্যাকটিস সেট গুলির মধ্য থেকে আপনারা অবশ্যই কিছু প্রশ্ন কমন পাবেন।

এছাড়াও এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করার প্রধান উদ্দেশ্য হল, সিলেবাসের কোন জায়গা গুলিতে বেশি জোড় দিতে হবে সেই ব্যাপারে অবগত হওয়া। তাই নিজের প্রস্তুতিকে আরো শক্তিশালী করে তোলার জন্য প্রতিদিন অন্তত একটি করে হলেও প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). ভারতে বাণিজ্য করার জন্য 1717 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মুঘল সম্রাট ফরমান জারি করেন  ?

(i) প্রথম বাহাদুর শাহ (ii) প্রথম শাহ আলম (iii) ফারুকশিয়র (iv) জাহান্দার শাহ  

(2). ঔরঙ্গজেবের আমলে কোন ঐতিহাসিক নিজের কীর্তি স্থাপন করেন ? 

(i) আলবেরুন (ii) ফিরদৌসী (iii) বরণী (iv) কাফি খান

(3). ‘ইবাদত’ খানা কি?

(i) বই (ii) নতুন ধর্ম (iii)  ধর্মীয় উপাসনা গৃহ (iv) মসজিদ

(4). কোন শিখ গুরুকে ওরঙ্গজে হত্যা করেছিলেন?

(i) গোবিন্দ সিং (ii) রামদাস (iii) গুরু নানক (iv) তেগ বাহাদুর  

(5). নিম্নে কোন রাজ্যের রাজার আকবরের শহীদ বৈবাহিক সম্পর্ক স্থাপন করিয়াছিলেন ?  

(i) জয়পুর (ii) রনথম্বর (iii) মারবার (iv) মেবার 

(6). শেরশাহ কোন দুর্গ আক্রমণ কালে মারা যান?

(i) মান্ডু (ii) রায়সিন  (iii) মাসবার (iv) কালিঞ্জর 

(7). ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামে পরিচিত? 

(i) কারাকোরাম (ii) কাশ্মীর  (iii) গডউইন অস্টিন (iv) কেনিথ 

(8). গঙ্গা নদীর সব থেকে বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে ? 

(i) নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হাওড়া   (ii) সুন্দরবন অঞ্চল (iii) উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা (iv) পূর্ব মেদিনীপুর ও হাওড়া 

(9). জিন প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোন ?

(i) ইনসুলিন (ii) ইস্ট্রোজেন (iii) থাইরক্সিন (iv) টেস্টোস্টেরন 

(10). নর এপিনেফ্রিনের প্রধান কাজ হল ?

(i) রক্তচাপ বৃদ্ধি করা (ii) মুত্র সৃষ্টি করা (iii) কোষের স্বসন বৃদ্ধি করা   (iv) এপিনেফ্রিন মুক্ত করা 

Ans: (1). ফারুকশিয়র, (2) কাফি খান, (3) ধর্মীয় উপাসনা গৃহ, (4) তেগ বাহাদুর, (5) জয়পুর, (6) কালিঞ্জর, (7) গডউইন অস্টিন, (8) সুন্দরবন অঞ্চল, (9) ইনসুলিন, (10) মুত্র সৃষ্টি করা.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button