WBPSC Food SI Practice Set 13 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

WBPSC Food SI পরীক্ষার প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের জন্য আজকেও আমরা WBPSC Food SI Practice Set 2023 নিয়ে উপস্থিত হলাম। আপনারা আপনাদের প্রস্তুতির সাথে সাথে প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। এর ফলে আপনাদের পরীক্ষা প্রস্তুতি অন্যদের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। আমাদের গাইড আপনার সাফল্য।  

(1). সগৌলির সন্ধি হয়েছিল – 

(a) 1816 খ্রিস্টাব্দে (b) 1828 খ্রিস্টাব্দে (c) 1815 খ্রিস্টাব্দে (d) 1820 খ্রিস্টাব্দে

(2). পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি?

(a) পূর্ব বর্ধমান (b) পুরুলিয়া (c) মুর্শিদাবাদ (d) পশ্চিম বর্ধমান

(3). ‘ভারতবন্ধু’ নামে পরিচিত কে ছিলেন?

(a) লর্ড ডালহৌসি (b) উইলিয়াম বেন্টিঙ্ক (c) কর্নওয়ালিশ (d) ক্লিমেন্ট এটলি

(4). টিকাকরণ কে আবিষ্কার করেন?

(a) রবার্ট ফুল্টন (b) জেমস চ্যাডউইক (c) এডওয়ার্ড জেনার (d) থমাস এডিসন

(5). গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা – 

(a) 7 জন (b) 8 জন (c) 11 জন (d) 6 জন

(6). ভারতে সবুজ বিপ্লব সবচেয়ে কার্যকরী হয় কোন ফসলের ক্ষেত্রে?

(a) আখ (b) ধান (c) পাট (d) গম

(7). 1969 সালে মোট___ব্যাংক জাতীয়করণ করা হয়?

(a) 49 টি (b) 14 টি (c) 39 টি (d) 21 টি

(8). দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন __

(a) চার্চিল (b) ক্লিমেন্ট এটলি (c) রবার্ট ওয়ালপুল (d) কোনোটিই নয়

(9). প্রস্তাবনাকে ‘ A Key to the Constitution’ বলে উল্লেখ করেছেন কে?

(a) বি এন রাও (b) সচ্চিদানন্দ সিনহা (c) আর্নেস্ট বার্কার (d) বি আর আম্বেদকর

(10). অর্থবিল কেবল পেশ করা হয়?

(a) লোক সভায় (b) রাজ্যসভায় (c) রাজ্যসভা ও লোকসভায় (d) কোনোটিতে নয়

(11). স্ট্যাটিসটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে প্রতিষ্ঠা করেছিলেন ?

(a) লর্ড লিটন (b) লর্ড মেয়ো (c) লড রিপন (d) লর্ড মিন্টো

Ans: (1) 1816 খ্রিস্টাব্দে, (2) পশ্চিম বর্ধমান, (3) ক্লিমেন্ট এটলি, (4) এডওয়ার্ড জেনার, (5) 7 জন, (6) গম, (7) 14 টি, (8) চার্চিল, (9) আর্নেস্ট বার্কার, (10) লোক সভায়, (11) লর্ড মেয়ো,

বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্র্যাকটিস সেট, মক টেস্ট পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ গ্রুপ এবং Telegram Channel এ যুক্ত হন।

Practice Set PDF Download

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button