Home পরীক্ষা প্রস্তুতি ICDS Practice Set 36: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

ICDS Practice Set 36: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

0
ICDS Practice Set 36: দ্রুত প্রস্তুতি শুরু করুন 
ICDS Practice Set 36: দ্রুত প্রস্তুতি শুরু করুন 

আজকে আমরা ICDS anganwadi helper and worker exam 2023 র ৩৬ তম প্র্যাকটিস সেট আপলোড করছে। আপনারা যারা ইতিমধ্যেই ৩৫ টি প্রাক্টিস সেটে অংশগ্রহণ করে ফেলেছেন, তারা দ্রুত ৩৬ তম প্রাক্টিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল?

(i) ১৯০৬ (ii) ১৯০৫ (iii) ১৯১১ (iv) ১৯০৯  

(2). বাঘাযতীন নামে পরিচিত ছিলেন__

(i) যতীন্দ্রনাথ মুখার্জি (ii) যতীন দাস (iii) যতীন্দ্রমোহন সেনগুপ্ত (iv) উপরের কেউই নাই  

(3). স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন__

(i) হাইড ইস্ট (ii) উইলিয়াম জোন্স (iii) ডেভিড হেয়ার (iv) ডি.বেথুন  

(4). আলীগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয়েছিল?

(i) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ii) ১৮৬৮ খ্রিস্টাব্দে (iii) ১৯০৬ খ্রিস্টাব্দে (iv) ১৮৮৩ খ্রিস্টাব্দে  

(5). ভারতের কোথায় সবচাইতে বেশি আনারসের চাষ হয়?

(i) শিলং সমভূমি (ii) তরাই সমভূমি (iii) উত্তরাঞ্চল (iv) ত্রিপুরার পার্বত্য অঞ্চল      

(6). ইক্ষু নিম্মক্ত কোন রাজ্যের প্রধান কৃষিজাত দ্রব্য?

(i) পাঞ্জাব (ii) বিহার (iii) রাজস্থান (iv) উত্তর প্রদেশ    

(7). উদ্ভিদ কোশের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি সেটা কি?

(i) সুক্রোজ (ii) সেলুলোজ (iii) লিগনিন (iv) স্টার্চ 

(8). সর্বাপেক্ষা কম সালোকসংশ্লেষ কখন হয়?

(i) কমলা আলো (ii) নীল আলোয় (iii) লাল আলোয় (iv) সবুজ আলোয়    

(9). লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির মোট সদস্য সংখ্যা কত?

(i) ১০ (ii) ৭ (iii) ২০ (iv) ১৫

(10). ভারতীয় সংবিধানের কত নম্বর সংশোধনীতে দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে?

(i) ৫২ তম (ii) ৫১ তম (iii) ৫৪ তম  (iv) ৫৩ তম  

ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষা পাশ করতে যে বইগুলো পড়তে হবে

Ans: (1) ১৯১১ (2) যতীন্দ্রনাথ মুখার্জি (3) ডেভিড হেয়ার (4) ১৮৭৫ খ্রিস্টাব্দে (5) তরাই সমভূমি (6) উত্তর প্রদেশ (7) সেলুলোজ (8) সবুজ আলোয় (9) ১৫ (10) ৫২ তম

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here