PSC Clerkship Practice Set 42: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থীদের জন্য PSC Clerkship এর এই Practice Set সেশন শুরু করা হয়েছে। আপনারা যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রতিদিন আমাদের এই নতুন প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে নিজেদের সাফল্যকে আরো সুরক্ষিত করে তুলুন। আপনাদের জন্য আমরা প্রতিদিন এই নতুন প্র্যাকটিসের গুলিকে নিয়ে আসে. আজ আমরা এই নিবন্ধের মাধ্যমে 42 তম PSC Clerkship Practice Set আপলোড করলাম। যে প্রাক্টিস সেটগুলো থেকে আপনারা PSC Clerkship 2023-24 পরীক্ষায় প্রচুর কমন পাবেন। তাই সময় নষ্ট না করে প্রতিদিন এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। 

(১). রাজ তরঙ্গিনী কে লিখেছিলেন?

  •  অশ্ব ঘোষ 
  •  কলহন 
  •  পতঞ্জলি
  •  বানভট্ট  

(2). শকাব্দ কখন থেকে শুরু হয়?

  • 58 খ্রিস্টপূর্ব 
  • 78 খ্রিস্টপূর্ব
  • 327 খ্রিস্টপূর্ব
  • 320 খ্রিস্টপূর্ব

(3) বুদ্ধদেবের প্রতিমূর্তি কোথায় প্রথম নির্মিত হয়েছিল?

  • সারনাথ শীল ও শৈলীতে 
  • মথুরা শিল্পশৈলীতে 
  • অমরাবতী শিল্পশৈলীতে 
  • গান্ধার শিল্পশৈলীতে       

(4). গান্ধার শিল্প কোন যুগের?

  •  শুঙ্গ 
  •  মৌর্য
  •  গুপ্ত
  •  কুষাণ    

(5). পশ্চিমবঙ্গের কোন জেলায় শাল গাছ পাওয়া যায়?

  •  হাওড়া জেলায় 
  •  হুগলি জেলায় 
  •  মালদা জেলায় 
  •  বাঁকুড়া জেলায়  

(6). বাংলাদেশের ব-দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে নিম্নলিখিত কোন চলন পরিলক্ষিত হয়েছে?

  • “Emergence” বা উত্থান 
  • “Subsidence” বা নিমজ্জন 
  • “Progradation”
  •  উপরোক্ত কোনোটিই নয়  

(7). সমব্যথী কালী নিন্মুক্তদের- 

  •  জিংক ক্লোরাইড ও জল 
  •  কোবাল্ট  ক্লোরাইড ও জল 
  •  ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও জল 
  •  উপরের কোনোটিই নয়      

(8). ইথাইল অ্যালকোহল জলে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়। এই মিশ্রণ মাধ্যমে ইথাইল অ্যালকোহল আলাদা করা হয়?

  •  বাষ্পীভবনের সাহায্য 
  •  পৃথকীকরণ চোঙের সাহায্য 
  •  জলকে বাষ্পীভূত করে    
  •  আংশিক পতনের সাহায্য 

(9). ভুল বিবৃতিটি চিহ্নিত করুন, ‘ভারতের আর্থিক কাঠামো সংস্থানের জন্য এই ব্যবস্থা নেয়।’

  •  আমদানি ক্ষেত্রে উদারীকরণ 
  •  আমদানি নিয়ন্ত্রণ বাড়ানো 
  •  বৈদেশিক মুদ্রা  বিনিময় হারে অবমূল্যায়ন 
  •  দেশীয় বাজার বৈদেশিক বাণিজ্যর জন্য খুলে দেওয়া 

(10). অর্থনীতির কাঠামো সংস্কারের প্রয়োজন হলো__  

  •  এস.এল.আর, এবং সি.আর. আর উভয়ের বৃদ্ধি  
  •  এস.এল. আর বৃদ্ধি এবং সি. আর.আর হ্রাস   
  •  অগ্রাধিকার ক্ষেত্রে সহজে ঋণ প্রদান কমানো 
  •  উপরের কোনোটিই নয়    

Ans: (1) কলহন (2) 78খ্রিস্টপূর্ব (3) গান্ধার শিল্পশৈলীতে (4) কুষাণ (5) বাঁকুড়া জেলায় (6) “Emergence” বা উত্থান (7) কোবাল্ট  ক্লোরাইড ও জল (8) আংশিক পতনের সাহায্য (9) আমদানি নিয়ন্ত্রণ বাড়ানো (10) উপরের কোনোটিই নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button