PSC Clerkship Practice Set 37: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আপনাদের জন্য আজকেও আমরা সম্পূর্ণ বিনামূল্যে WBPSC Clerkship 2023-24 পরীক্ষার স্পেশাল প্র্যাক্টিস সেটের আয়োজন করলাম। আপনারা যদি এই প্র্যাকটিস সেট গুলিতে প্রতিদিন অংশগ্রহণ করতে পারেন, তাহলে আপনারা আপনাদের প্রস্তুতিতে খুব সহজেই অন্যদের তুলনায় নিখুঁত করে তুলতে পারবেন। তাই আর বেশি না কথা বাড়িয়ে চলুন আজকের নতুন PSC Clerkship Practice Set 37 দেখে নেওয়া যাক।

(১). মেগাস্থিনিস ছিলেন__

(i) চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী (ii) সেলুকাসের দূত (iii) চীনা পরিভ্রমণকারী (iv) গ্রিক পরিব্রাজক     

(2). ভারতীয় টাকায় যে সিংহ মূর্তিটি প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল?

(i) সাঁচি (ii) ভারহুত (iii) সারনাথ (iv) বুদ্ধগয়া    

(3). অশোক নিজের শিলালিপিতে নিজেকে কি বলে অভিহিত করেছেন?

(i) ধম্মাশোক (ii) প্রিয়দর্শী (iii) দেবনামপ্রিয় প্রিয়দর্শন  (iv) দৈবপুত্র   

(4). “ইন্ডিকা” রচয়িতা কে?

(i) মেগাস্থিনিস (ii) হেরোডোটাস (iii) প্লুটার্ক (iv) স্ট্রাবো                  

(5). গঙ্গা নদীর মোহনায় সৃষ্ট নতুন দ্বীপের নাম কি?

(i) গোসাবা (ii) সাগরদ্বীপ (iii) লোথিয়ান দ্বীপ (iv) পূর্বাশা  

(6). দামোদর নদীর উৎসস্থল __

(i) জোড়ান্দাফসল (ii) পাঞ্চেৎ পাহাড় (iii) রাজারাপ্পা ফসল (iv) রাজমহল পাহাড়         

(7). বায়ুতে জলীয় বাষ্পের গড় পরিমাণ – % 

(i) ৩ (ii) ১ (iii) ৭ (iv) ৫ 

(8). প্রশম অক্সাইড হলো __

(i) জিঙ্ক  অক্সাইড (ii) নাইট্রিক অক্সাইড (iii) সালফার ডাই অক্সাইড (iv) ক্যালসিয়াম অক্সাইড   

(9). __আন্তর্জাতিক সংস্থা একটি অরণ্য পরিকল্পনা প্রণয়নে ভারতকে সাহায্য করিতেছে   

(i) ওয়ার্ল্ড ব্যাঙ্ক (World Bank )(ii) এফ এ ও (FAO) (iii) আই ডি এ (IDA)  (iv) ইউ এন ডি পি (UNDP)

(10). সার্বজনীন মানবাধিকার ঘোষনা কবে গৃহীত হইয়াছিল 

(i) ২৬ শে জানুয়ারি ১৯৫০ (ii) ১০ই ডিসেম্বর ১৯৪৮  (iii) ২০ শে অক্টোবর ১৯৬২ (iv) ১৪ই আগস্ট১৯৪৭

Ans: (1) অশোক (2) উদয়ী (3) দেবনামপ্রিয় প্রিয়দর্শন (4) মেগাস্থিনিস (5) পূর্বাশা (6) রাজমহল পাহাড় (7) ১ (8) জিঙ্ক  অক্সাইড (9) ওয়ার্ল্ড ব্যাঙ্ক (World Bank ) (10) ১০ই ডিসেম্বর ১৯৪৮.

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button