আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 15th October 2023, প্রস্তুতি নেওয়া শুরু করুন

15ই অক্টোবর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তৈরী করে রাখুন। কারণ, এই সেকশন থেকে প্রতিটি কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন থাকবেই থাকবে। কিন্তূ বেশিরভাগ্য চাকরি প্রার্থীরাই এই টপিক থেকে এড়িয়ে যায়। আর এটাই হল সব থেকে বড়ো ভুল। এই প্রতিযোগীতার জগতে অন্য থেকে এগিয়ে থাকার জন্য আপনার অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সে প্রস্তুতি নেওয়া উচিৎ। আর কথা না বাড়িয়ে চলুন, আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলিকে দেখে নেওয়া যাক। 

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আইসিসি রাঙ্কিংয়ে সেরা পুরুষ ক্রিকেট প্লেয়ার কে হলেন?

(i) সূর্য কুমার যাদব (ii) শুভমান গিল (iii) বাবর আজম (iv) সিকান্দার রাজা

Ans. শুভমান গিল

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে আইসিসি রাঙ্কিংয়ে সেরা মহিলা ক্রিকেট প্লেয়ার কে হলেন?

(i) চামারি আথাপাথু (ii) হিদার নাইট (iii) তাহলিয়া ম্যাকগ্রা (iv) অ্যালিশা হিলি

Ans. চামারি আথাপাথু 

সম্প্রতি প্রয়াত কে এস সচ্চিদানন্দ মূর্তি কোন ক্ষেত্রের একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন?

(i) রাজনীতি (ii) বিজ্ঞান (iii) সাংবাদিকতা (iv) কৃষি 

Ans. সাংবাদিকতা

ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি ‘Mukhyamantri Nirman Shramik Awas Sahayata Yojana’ লঞ্চ করলো?

(i) ছাত্তিসগড় (ii) সিকিম (iii) হরিয়ানা (iv) আসাম

Ans. ছাত্তিসগড়

ভারতের কোন রাজ্য আদিবাসী মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক সমীক্ষা শুরু করতে চলেছে?

(i) উত্তর প্রদেশ (ii) আসাম (iii) কর্ণাটক (iv) ত্রিপুরা

Ans. আসাম

ভারত কোন দেশের সঙ্গে ‘ 75 years of friendship’ পালন করলো?

(i) রাশিয়া (ii) সুইজারল্যান্ড (iii) জাপান (iv) চিন

Ans. সুইজারল্যান্ড

‘World Arthritis Day’ কবে পালন করা হয়?

(১) 12 October (২) 13 October (৩) 14 October (৪) 15 October 

Ans. 12 October

ভারতের কোন রাজ্যে পিতৃপক্ষ মেলা শুরু হল?

(১) ছত্রিশগড় (২) সিকিম (৩) বিহার (৪) আসাম  

Ans. বিহার

ভারতের কোন বিমানবন্দরে ‘Air India’ প্রথমবারের জন্য “ইন্টিগ্রেটেড ইঞ্জিনিয়ারিং ওয়ারহাউস” চালু করল? 

(i) দিল্লি (ii) মুম্বাই (iii) চেন্নাই (iv) কলকাতা

Ans. দিল্লি

‘National Open Championship’ এর 100 মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড কে বানালো?

(১) Duti Chand (২) Aakriti Sinha (৩) Ajay Kumar (৪) Manikanta H Hoboli Dhar 

Ans. Manikanta H Hoboli Dhar

সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার স্বচ্ছ ভারত প্রোগ্রামের আয়তায় 100% ODF Plus কভারেজ অর্জন করলো?

(১) লাদাখ (২) জম্মু-কাশ্মীর (৩) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ  (৪) দিল্লি

Ans. জম্মু-কাশ্মীর

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button