WBPSC Clerkship Practice Set 15: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

WBPSC Clerkship Practice Set 15 দেখে নিন। এই প্র্যাকটিস সেটগুলোতে দেওয়া প্রশ্ন গুলি আগত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এমনকি আপনারা আমাদের দেওয়া প্রশ্ন গুলি হুবহু কমন পেতে পারেন। তাই অন্যদের তুলনায় শক্তিশালী প্রস্তুতির জন্য প্রতিদিন অন্তত একটি হলেও প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(১) আলীগড় আন্দোলন কে শুরু করেছিলেন?

(i) এ কে আজাদ (ii) থিওডোর বেক (iii) সৈয়দ আহমেদ খান (iv) এম এ জিন্নাহ    

(2). হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়__

(i) ১৮১৭ (ii) ১৮৩২ (iii) ১৮৫৭ (iv) ১৮২০

(3). বিখ্যাত ছবি `ভারত মাতা´ এঁকেছিলেন__

(i) নন্দলাল বসু (ii) যামিনী রায় (iii) অবনীন্দ্রনাথ ঠাকুর (iv) গগনেন্দ্রনাথ ঠাকুর     

(4). কোনটি ভারতের ইংরেজি শিক্ষার `ম্যাগনা কার্টা´?

(i) ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট ১৯০৪ (ii) এডুকেশনাল ডেসপ্যাচ ১৮৫৪ (iii) ইন্ডিয়ান  এডুকেশন কমিশনের প্রতিবেদন,১৮৮২  (iv)  চার্টার অ্যাক্ট ১৮১৩

(5). গঙ্গা নদী সমুদ্র প্রবেশ করেছে কার মধ্যে দিয়ে?

(i) পাখা আকৃতির বদ্বীপ এর মধ্য দিয়ে (ii) পাখির পা আকৃতির বদ্বীপের মধ্য দিয়ে (iii) ব দ্বীপের মধ্য দিয়ে (iv) কাসপেট আকৃতির বদ্বীপের মধ্য দিয়ে

(6) ‘আলমাত্তি বাঁধ’ নিয়ে কর্নাটকের সঙ্গে কোন রাজ্যের বিরোধ?

(i) তামিলনাডু (ii) অন্ধপ্রদেশ (iii) কেরালা (iv) গোয়া 

(7).  চিংড়ির রেচন অঙ্গ__

(i) ইঙ্ক গ্রন্থি (ii) সবুজ গ্রন্থি (iii) লালা গ্রন্থি (iv) ম্যালপিজিয়ান নালিকা 

(8). জীবাণু দ্বারা সংক্রমিত হয় কোন রোগ?

(i) ডিপথেরিয়া (ii) ইনফ্লুয়েঞ্জা (iii) কনজাংটিভাইটিস (iv) হাম    

(9) সংবিধানের কোন অংশে কল্যাণময়ী রাষ্ট্রের ধারণাটি রয়েছে?

(i) মৌলিক কর্তব্য (ii) মৌলিক অধিকার (iii) নির্দেশক নীতি (iv) প্রস্তাবনা    

(10). ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতরত্ন ও পদশ্রী খেতাব প্রদান করা হয়?

(i) ১৯ ধারায় (ii) ২২ ধরায় (iii) ১৮ ধারায় (iv) ১৪ ধারায়

Ans: (1) সৈয়দ আহমেদ খান (2) ১৮১৭ (3) অবনীন্দ্রনাথ ঠাকুর  (4) এডুকেশনাল ডেসপ্যাচ ১৮৫৪ , (5) ব দ্বীপের মধ্য দিয়ে (6) অন্ধপ্রদেশ,  (7) সবুজ গ্রন্থি(8)  ডিপথেরিয়া,(9) নির্দেশক নীতি(10)  ১৮ ধারায় 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button