PSC Clerkship Practice Set 29: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

PSC Clerkship Practice Set 29 আপলোড করা হলো। মাত্র কয়েকদিন আগেই wbpsc কর্তৃক ক্লার্কশিপ নিয়োগ বিজ্ঞপ্তিটিকে প্রকাশ করা হয়েছিল। আপনারা যারা এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে wb exam guide টিমের তরফ থেকে প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। আপনারা নিয়মিত এই সাজেস্টিভ প্র‍্যাকটিস সেট গুলিতে নজর রেখে প্রস্তুতি চালিয়ে যান।

(১). কালা আইন নামে পরিচিত কোন আইন?

(i) রাওলাট অ্যাক্ট (ii) ইলবার্ট বিল (iii) অ্যাক্ট অফ1909 (iv) হান্টার অ্যাক্ট

(2). “ভারতীয় বিপ্লবের জননী” বলা হয় __

(i) মাতঙ্গিনী হাজরা (ii) সরোজিনী নাইডু (iii) অরুনা আসফ আলী (iv) ভিখাজি রুস্তম কামা

(3). ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে আনন্দমোহন বসু ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কি?

(i) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (ii) নেটিভ অ্যাসোসিয়েশন (iii) ব্রিটিশ ইন্ডিয়ান সোসাইটি (iv) ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি

(4). “আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী”- বলেছিল__

(i) সি আর দাশ (ii) অরবিন্দ ঘোষ (iii) সুভাষচন্দ্র বসু (iv) এম কে গান্ধী

(5). টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া তৈরি ?

(i) সার্ভে অফ ইন্ডিয়া (ii) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (iii) জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (iv) ডিফেন্স মিনিস্ট্রি

(6). নিচের কোন তথ্য জোড়া সঠিক নয়?

(i) দক্ষিণাত্যর ট্রাপ- শঙ্কু আগ্নেয় উদগমক অঞ্চল (ii) হিমাচল -টারশিয়ারি ভঙ্গিল পর্বত (iii) আরাবল্লী প্রি ক্যামব্রিয়ান ক্ষয়জাত পর্বত (iv) পশ্চিমঘাট প্যালিওজোয়িক ভঙ্গিল পর্বত

(7). AC কারেন্টকে DC তে কে রূপান্তরিত করে?

(i) ডায়ানামো (ii) রেকটিফায়ার (iii) মোটর (iv) ট্রান্সফরর্মার

(8). তড়িৎ কোষের তড়িৎচালক বল কিসের উপর নির্ভর করে না?

(i) ক্যাথোড পদার্থের ওপর (ii) কোষের আকারের ওপর (iii) তড়িৎ বিশ্লেষ্যের উপর (iv) অ্যানোড পদার্থের ওপর

(9). পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পনীতি ঘোষিত হয়েছিল কত সালে?

(i) ১৯৯৪ সালে (ii) ১৯৯২ সালে (iii) ১৯৯৬ সালে (iv) ১৯৯৫ সালে

(10). কত সাল থেকে ভারতীয় অর্থনৈতিক বিশ্বায়নের নীতি অনুসরণ করা হয়েছিল?

(i) ১৯৮৫ (ii) ১৯৮০ (iii) ২০০০ (iv) ১৯৯১

Ans: (1) রাওলাট অ্যাক্ট (2) ভিখাজি রুস্তম কামা (3) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (4) সি আর দাশ (5) সার্ভে অফ ইন্ডিয়া (6) দক্ষিণাত্যর ট্রাপ- শঙ্কু আগ্নেয় উদগমক অঞ্চল (7) রেকটিফায়ার (8) কোষের আকারের ওপর (9) ১৯৯৪ সালে (10) ১৯৯১।

Join Our Whatsapp Group – Click Here

Join Our Telegram group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button