WBPSC Food SI Practice Set 34: নতুন Food Sub-Inspector প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

কথামতো আজকেও WBPSC Food SI এর নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। আজকে আমাদের এই প্র্যাকটিস সেশনের 34 তম প্র্যাক্টিস সেট। বর্তমানে আমরা এই প্র্যাকটিস সেট গুলিকে বিগত বছরের প্রশ্ন ও এই বছরে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারে অ্যানালাইসিস করে বেশ কিছু নির্বাচিত প্রশ্নের সম্ভারে গঠন করা হচ্ছে। যে Practice Set গুলিকে প্রতিদিন আমাদের ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। আপনারা আপনাদের প্রস্তুতিকে আরো নিখুঁত করে তোলার জন্য প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). কিতাব-উল-রেহালা কার লেখা ?

(i) ইবন বতুতা (ii) আল-বেরুনী (iii) হাসান নিজামী (iv) আবুল ফজল  

(2). কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করেন ? 

(i) ইলতুৎমিস (ii) আলাউদ্দিন খলজি (iii) মহম্মদ বিন তুঘলক (iv) গিয়াসউদ্দিন বলবন

(3). কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন?

(i) ইলতুৎমিস (ii) আলাউদ্দিন খলজী (iii)  মোহাম্মদ বিন তুঘলক (iv) ইব্রাহিম লোদী

(4). দিল্লি সুলতানীর প্রতিষ্ঠাতা ছিলেন  ?

(i) ইলতুৎমিস (ii) আলাউদ্দিন খলজী (iii) কুতুব-উদ্দিন-আইবক (iv) মহম্মদ বিন তুঘলক 

(5). ফতুহ-উস-সালাতিন এর লেখক হলেন?  

(i) ইসামী (ii) নাসরু (iii) বতুতা (iv) বরণী

(6). দোকানি মুদ্রা চালু করেছিলেন কে?

(i) ইলতুৎমিস (ii) রাজিয়া (iii) বলবন (iv) মোহাম্মদ বিন তুঘলক

(7). লেকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? 

(i) জম্মু ও কাশ্মীর (ii) হিমাচল প্রদেশ  (iii অরুণাচল প্রদেশ (iv) মনিপুর

(8). উপদ্বীপীয় ভারত জলদ্বারা পরিবেষ্টিত ? 

(i) দক্ষিণ-পশ্চিম,দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে  (ii) দক্ষিণ এবং পশ্চিমে (iii) দক্ষিণ এবং পূর্বে (iv) পূর্বে এবং পশ্চিমে 

(9). আলোকবর্ষ কিসের একক?

(i) দূরত্ব (ii) আলো (iii) আলোর প্রাবল্য (iv) সময় 

(10). এদের কোনটি দৈর্ঘ্যের একক নয়?

(i) আলোকবর্ষ (ii) মাইক্রন (iii) AU (iv) রেডিয়ান

Ans: (1). ইবন বতুতা, (2) ইলতুৎমিস, (3) আলাউদ্দিন খলজী, (4) কুতুব-উদ্দিন-আইবক, (5) ইসামী, (6) মোহাম্মদ বিন তুঘলক, (7) মনিপুর, (8) দক্ষিণ-পশ্চিম,দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে, (9) দূরত্ব, (10) রেডিয়ান.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button