আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 25th October 2023, সমস্ত চাকরি পরীক্ষার 100% কমন আসবে

25শে অক্টোবর 2023 কারেন্ট অ্যাফেয়ার্স সেশন নিয়ে উপস্থিত হলাম। চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতিরত চাকরিপ্রার্থীদের জন্য প্রতিদিন, এই টপিকটি দেওয়া হয়। চাকরি পরীক্ষায় ভালো স্কোর করার জন্য, দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখুন। এতে আপনার প্রস্তুতি অন্য তুলনায় আরো এক ধাপ সামনের দিকে এগিয়ে যাবে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে দেখে নেওয়া যাক। 

রঘুবর দাস কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন? 

(i) তামিলনাড়ু (ii) ওড়িশা (iii) পশ্চিমবঙ্গ (iv) উত্তরপ্রদেশ

Ans. ওড়িশা

কোন রাজ্যের মহিলা ব্যাডমিন্টন দল ৩৭ তম জাতীয় গেমসে প্রথম স্বর্ণপদক জিতেছে?

(i) আসাম (ii) কর্ণাটক (iii) কেরালা (iv) তামিলনাড়ু

Ans. আসাম

কোন রাজ্যের পুরুষ ব্যাডমিন্টন দল ৩৭ তম জাতীয় গেমসে প্রথম স্বর্ণপদক জিতেছে?

(i) আসাম (ii) কর্ণাটক (iii) কেরালা (iv) তামিলনাড়ু

Ans. কর্ণাটক

সম্প্রতি কোন ভারতীয় মহিলা খেলোয়াড় ‘Abu Abu Dhabi Masters badminton 2023’ মহিলা একক শিরোপা জিতল?

(i) উন্নতি হুডা (ii) অঙ্কিতা রায়না (iii) পিভি সিন্ধু (iv) অদিতি সিনহা  

Ans. উন্নতি হুডা

সম্প্রতি প্রয়াত বিষন সিং বেদি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?

(i) ক্রিকেট (ii) হকি (iii) লন টেনিস (iv) ফুটবল

Ans. ক্রিকেট ( তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও কোচ ছিলেন)

 সম্প্রতি কোটাক মহিন্দ্রা ব্যাংকের CEO ও MD পদে কে নিযুক্ত হলেন?

(i) বরুণ শর্মা (ii) অশোক ভাস্বনি (iii) অতুল প্রসাদ সেন (iv) তপন বাগচী

Ans. অশোক ভাস্বনি

রাজস্থান রয়েলস দলের সরকারি কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?

(১) জাভাগল শ্রীনাথ (২) জহির খান (৩) শেন বন্ড (৪) গ্লেন ম্যাকাগ্রা 

Ans. শেন বন্ড

ভারতের কোন ক্রিকেটার দ্রুততম ২০০০ রান করা ব্যাটসম্যান হয়েছেন?

(১) শুভমান গিল (২) শ্রেয়স আইয়ার (৩) সূর্য কুমার যাদব (৪) কে এল রাহুল

Ans. শুভমান গিল

এশিয়ার প্যারাগেমস 2022 এ পুরুষদের হাই জাম্প T63 ইভেন্টে কে স্বর্ণপদক জিতল?

(১) মারিআপ্পান থাঙ্গাভেলু (২) শৈলেশ কুমার (৩) বিবেক কালা (৪) অমিত কুমার 

Ans. শৈলেশ কুমার

Anubhav award 2023 কোন কেন্দ্রীয় মন্ত্রী প্রদান করলেন?

(১) রাজনাথ সিং (২) অমিত শাহ (৩) অনুরাগ ঠাকুর (৪) জিতেন্দ্র সিং

Ans. জিতেন্দ্র সিং

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button