WBPSC Clerkship Practice Set 08: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রী West Bengal Public Service Commission (WBPSC) Clarkship পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এবছরের ক্লার্কশিপ পরীক্ষার যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশা করছি বিশেষজ্ঞ মহল। এই এখনো পর্যন্ত যারা প্রস্তুতি নেওয়া শুরু করেনি, তাদেরকে আজ থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ সকলের তুলনায় প্রস্তুতিতে এগিয়ে না থাকলে, এই চাকরি পাওয়া অসম্ভব। 

আপনাদের প্রস্তুতি সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, আমরা এই প্র্যাকটিস সেট সেশনের ব্যবস্থা করেছি। যেগুলিকে প্রতিদিন একটি করে আমাদের ওয়েবসাইট আপলোড করা হচ্ছে। আপনি আপনার সেল্ফ স্টাডির পাশাপাশি প্রতিনিয়ত প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন। এর ফলে আপনি বুঝতে পারবেন ক্লার্কশিপ পরীক্ষায় সিলেবাসের কোন জায়গা গুলি বেশি গুরুত্বপূর্ণ। কারন, আমাদের এই প্র্যাকটিস সেট গুলিকে বিগত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন এবং চলতি বছরে কি ধরণের প্রশ্ন আসতে পারে সেই ব্যাপারে এনালাইসিস করে প্রস্তুত করা হচ্ছে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের প্র্যাকটিস সেট দেখে নেওয়া যাক। 

(1). আকবরের আমলে জাবত ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করেন ?

(i) রাজা টোডরমল (ii) রাজা মানসিংহ (iii) রাজা বিহারী মল (iv) রাজা ভগবান দাস

(2). মনসব কথার অর্থ কি? 

(i) পদমর্যাদা (ii) ভূমির মালিকানা (iii) ভূমি রাজস্ব (iv) সেনাবাহিনীর পদমর্যাদা 

(3). শিখ গুরু তেগ বাহাদুর কার সমসাময়িক ছিলেন ?

(i) জাহাঙ্গীর (ii) শাহজাহান (iii) ঔরঙ্গজেব (iv) বাহাদুর শাহ

(4). ভারতের কোন সম্রাটকে জ্যান্ত পীর বলা হয় ?

(i) ঔরঙ্গজেব (ii) শেরশাহ (iii) ফিরোজ তুঘলক (iv) আকবর

(5). কোন মোগল সম্রাটের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে ?

(i) দ্বিতীয় বাহাদুর শাহ, (ii) দ্বিতীয় শাহ আলম, (iii) ফারুখশিয়র, (iv) জেহান্দার 

(6). পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হল?

(i) 2.4 শতাংশ (ii) 2.8 শতাংশ (iii) 3.2 শতাংশ  (iv) 3.6 শতাংশ 

(7). ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত?

(i) বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা (ii) গ্রানাইট, চুনাপাথর ডলোমাইট দ্বারা (iii) আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতি দ্বারা  (iv) গন্ডোয়ানা কয়লা, বেলে পাথর ও চুনাপাথর দ্বারা 

(8). কোন ফাইটো হরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?

(i) সাইটোকাইনি (ii) অক্সিন (iii) জিব্বেরেলিন (iv) ইথিলিন 

(9). মুছে যাওয়া একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত  করে তা হলো ?

(i) বিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে বৃদ্ধি করে (ii) বিক্রিয়া তাপমাত্রাকে হ্রাস করে (iii) বিক্রিয়া তাপমাত্রাকে বৃদ্ধি করে (iv) অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে 

(10). সংবিধান সভার সভাপতি কে ছিলেন?

(i) ডঃ বি. আর. আম্বেদকর (ii) সি. রাজা গোপালচারি (iii) রাজেন্দ্র প্রসাদ (iv) জওহরলাল নেহরু 

Ans: (1) রাজা টোডরমল, (2) পদমর্যাদা, (3) ঔরঙ্গজেব, (4) ঔরঙ্গজেব, (5) দ্বিতীয় শাহ আলম, (6) 2.4 শতাংশ, (7) আর্কিয়ান যুগের গ্রানাইট ও নিস্ প্রভৃতি দ্বারা, (8) ইথিলিন, (9) অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে, (10) রাজেন্দ্র প্রসাদ। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button