Home পরীক্ষা প্রস্তুতি Food SI Practice Set 59: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

Food SI Practice Set 59: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

0
Food SI Practice Set 59: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন
Food SI Practice Set 59: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

২০২৪ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে WBPSC Food SI পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। আপনি যদি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করে থাকেন, যত দ্রুত সম্ভব সিলেবাস কমপ্লিট করুন। আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে প্রাক্টিস সেটের বন্দোবস্ত করছি। যেগুলিকে নিয়মিত ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। আর কথা না বাড়িয়ে চলুন আজকের নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন।

(1). ফিয়োসফিক্যাল সোসাইটি কে স্থাপন করেছিলেন? 

(i) অ্যানি বেসান্ত (ii) হেনরি  ডিরোজিও (iii) মাদাম এইচ পি ব্লাভাটস্কি (iv) ভগিনী নিবেদিতা   

(2). কে অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন?

(i) বটুকেশ্বর দত্ত (ii) যতীন দাশ (iii) অশ্বিনী কুমার দত্ত (iv) পি মিত্র    

(3).”দি মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন” কে শুরু করেছিলেন? 

(i) টি বেক (ii) স্যার সৈয়দ আহমেদ খান (iii) এম এম মৃলিক (iv) এস এস  স্যামুয়েলসেন 

(4). “Drain of wealth” এর লেখক কে?

(i) দাদাভাই নওরোজি (ii) জওহরলাল নেহেরু  (iii) রমেশ চন্দ্র দত্ত (iv) মহাত্মা গান্ধী           

(5). ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি কোন রাজ্যে রয়েছে?

(i) মধ্যপ্রদেশ (ii) উত্তর প্রদেশ (iii) গুজরাট (iv) রাজস্থান  

(6). ভারতের কোন রাজ্যে Tank irrigation এর শতকরার ভিত্তিতে সর্বাধিক?

(i) পশ্চিমবঙ্গ (ii) তামিলনাড়ু (iii) কর্ণাটক (iv) কেরালা 

(7). শস্য ক্ষেত্রের DDT স্প্রে করলে কি দূষিত হয়?

(i) শুধুমাত্র বাতাসও মাটি (ii) শুধুমাত্র বাতাস  (iii) শুধুমাত্র বাতাস ও জল (iv) শুধুমাত্র বাতাস মাটি জল 

(8). এন্ডোমিক উদ্ভিদ কোথায় জন্মায়?

(i) ছায়াযুক্ত অঞ্চলে (ii) মিষ্টি জলে (iii) কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে (iv) অন্য উদ্ভিদের ওপরে  

(9). ভারতীয় সংবিধানের মোট কয়টি তালিকা আছে?

(i) দশটি (ii) নয়টি (iii) বারোটি (iv)এগারো টি 

(10). স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কোন সালে অনুষ্ঠিত হয়? 

(i) ১৯৫২ (ii) ১৯৫৩ (iii) ১৯৫১ (iv) ১৯৫০

Ans: (1) মাদাম এইচ পি ব্লাভাটস্কি , (2) পি মিত্র (3) স্যার সৈয়দ আহমেদ খান (4) দাদাভাই নওরোজি (5) রাজস্থান (6) তামিলনাড়ু (7) শুধুমাত্র বাতাস মাটি জল, (8) কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে (9) বারোটি (10) ১৯৫২। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here