ICDS Anganwadi Practice Set 15: নতুন প্রাকটিস সেটে চোখ বুলিয়ে নিন

আজ ICDS Anganwadi worker and helper সেশনের 15 তম Practice Set। আপনারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরীক্ষার পরিস্থিতি নিচ্ছেন, তাদের জন্য এই প্র্যাকটিস সেট গুলি বিশেষ উপযোগী হতে চলেছে। কারণ, এই প্র্যাকটিস সেট গুলিকে বেশ কিছু নির্বাচিত প্রশ্নের মাধ্যমে প্রস্তুত করা হয়। যেগুলি আপনার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অধিক। তাই অন্যদের তুলনায় আপনার প্রস্তুতিতে আরো শক্তিশালী ও নিখুঁত করে তোলার জন্য এখন থেকে প্রতিদিন দিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(1). ‘রেহালা’ লিখেছেন  ?

(i) আল বেরুনী (ii) ইবন বতুতা (iii) আবুল ফজল  (iv) বরণী    

(2). সুলতানি যুগের আকবর বলা হয়?

(i) ফিরোজ শাহ তুঘলক (ii) আলাউদ্দিন খিলজি (iii) গিয়াসউদ্দিন বলবন (iv) ইলতুৎমিস

(3). দিল্লির লোদী সুলতানগণ ছিলেন?

(i) তুর্কি (ii) পারসিক (iii) আরব (iv) আফগান 

(4). নিম্নলিখিত শাসকদের মধ্যে কে প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন ?

(i) গিয়াউদ্দিন বলবান  (ii) আলাউদ্দিন খিলজী (iii) মোহাম্মদ বিন তুঘলক (iv) ফিরোজ শাহ তুঘলক   

(5). কোন অঞ্চলের মহিলা সম্প্রদায় জওহরব্রত পালন করত ?

(i) মালব  (ii) গুজরাট (iii) রাজপুতানা (iv) বাংলা 

(6). কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন?

(i) আকবর (ii) মুহাম্মদ বিন তুঘলক (iii) আলাউদ্দিন খিলজী (iv) ইলতুৎমিস

(7). তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকার কারণ?

(i) এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট (ii) জলের গভীরতা বেশি (iii) তিরে কিছু উপসাগর আছে (iv) তীর পাথুরে নয়

(8). শিলং মালভূমিকে আমরা ‘মেঘালয়’ নামে চিনি। এই নামটি দিয়েছেন?

(i) এস পি চ্যাটার্জি (ii) আর এল সিং (iii) ও এইচ কে স্পেট (iv) ডি এন ওয়াদিয়া

(9). খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ হলো?

(i) এক মাইক্লন  (ii) 10 মাইক্লন (iii) 100 মাইক্লন (iv) 1000 মাইক্লন

(10). নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ব্যতিক্রম ?

(i) ফারলং (ii) মিটার (iii) একর  (iv) মাইল  

Ans: (1) ইবন বতুতা, (2) ফিরোজ শাহ তুঘলক, (3) আফগান, (4) গিয়াউদ্দিন বলবান, (5) রাজপুতানা, (6) মুহাম্মদ বিন তুঘলক, (7) জলের গভীরতা বেশি, (8) এস পি চ্যাটার্জি, (9) 100 মাইক্লন (10) একর। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button