WBPSC Clerkship Practice Set 04: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য আবারো নতুন একটি প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হলাম। এই প্র্যাকটিস সেট গুলি আমাদের স্পেশাল টিমের দ্বারা প্রস্তুত করা হচ্ছে। যাতে আপনারা এই প্রাক্টিস সেটগুলো প্র্যাকটিস করে যথেষ্ট পরিমাণে কমন পেতে পারেন। আজ কথা না বাড়িয়ে চলুন আজকের WBPSC Clerkship এর Practice Set দেখে নেওয়া যাক।

(1). কোন বেদে ‘বর্ণ’ ব্যবস্থার কথা উল্লেখিত রয়েছে?

(i) ঋকবেদ (ii) সামবেদ (iii) অথর্ববেদ (iv) উপরের কোনোটিই নয়

(2). সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক___

(i) বরহমিহির (ii) আর্যভট্ট (iii) সুশ্রুত (iv) বররুচি

(3). বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন?

(i) বল্লাল সেন (ii) গোপাল (iii) ধর্মপাল (iv) লক্ষণ সেন 

(4). সন্ন্যাসী বিদ্রোহের কারণ কি ছিল?

(i) ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা (ii) জমিদার এবং কৃষকদের উচ্ছেদ করা হয়েছিল (iii) গো হত্যা করা হয়েছিল (iv) উল্লেখিত কোনটাই না

(5). ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন?

(i) মধুকর শাহ, (ii) সৈয়দ আহমেদ, 

(iii) চিত্তুর সিং, (iv) উপরের কেউ না 

(6). ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন__

(i) লর্ড ডালহৌসি (ii) লর্ড লিটন (iii) লর্ড কার্জন (iv) লর্ড ওয়েলেসলী

(7). ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?

(i) বদরুদ্দিন তায়েবজি (ii) দাদাভাই নৌরজি (iii) ফিরোজ শাহ মহেতা (iv) ডাব্লিউ সি ব্যানার্জি

(8). গন্ডোয়ানা স্তর কিসের সঞ্চয়ের জন্য বিখ্যাত?

(i) কয়লা (ii) লৌহ (iii) পেট্রোলিয়াম (iv) বক্সাইট 

(9). ভারতের কোন রাজ্যে অভ্র উৎপাদনের প্রধান খনিগুলো অবস্থিত?

(i) উড়িষ্যা  (ii) বিহার (iii) ছত্রিশগড় (iv) ঝাড়খন্ড 

(10). ম্যালেরিয়ার প্রধান কারণ হলো___

(i) অ্যানোফিলিস মশা (ii) প্লাসমোডিয়াম (iii) দূষিত বায়ু (iv) কিউলেক্স মশা 

Ans: (1) ঋকবেদ, (2) কলহন, (3) বল্লাল সেন, (4) ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করা, (5) সৈয়দ আহমেদ (6) লর্ড লিটন, (7) দাদাভাই নৌরজি, (8) কয়লা, (9) ঝাড়খন্ড, (10) প্লাসমোডিয়াম। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button