Food SI Practice Set 63: এই প্র্যাকটিস সেট গুলি থেকে প্রশ্ন কমন পাবেন

WBPSC Food SI Practice Set 63 PDF Download | ফুড এসআই প্রাকটিস সেট 2023

আজকে আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত WBPSC Food SI পরীক্ষার 63 তম প্র্যাক্টিস সেট নিয়ে উপস্থিত হলাম। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই প্র্যাক্টিস সেটগুলোতে অংশগ্রহণ করছেন, তারা আগত পরীক্ষায় অবশ্যই কমন পাবেন। চলুন আজকের নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন। 

(1). জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হিসেবে কে ছিলেন?

(i) সরোজিনী নাইডু (iii) ইন্দিরা গান্ধী (iv) বিজয় লক্ষী পন্ডিত (ii) সুচেতা কৃপালিনী

(2). পূর্ণ স্বরাজ প্রস্তাবটি ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল?

(i) হরিপুরা (ii) আমেদাবাদ (iii) লখনও (iv) লাহোর 

(3) ভারতীয় জাতীয় কংগ্রেজে কোন বছর পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিল?

(i) 1929 (ii) 1930 (iii) 1916 (iv) 1921

(4). কে কে ভারতীয় জাতীয় কংগ্রেসকে একটি সেফটি ভালভ হিসেবে দেখতে চেয়েছিলেন?

(i) লর্ড লিটন (ii) এ.ও হিউম (iii) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (iv) উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় 

(5). কোন পর্বত শ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য দেখা যায়?

(i) বিন্ধা (ii) আরাবল্লী (iii) পশ্চিমঘাট (iv) পূর্বঘাট 

(6). __ জায়গাটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ 

(i) খাসি পাহাড় (khasi Hills) (ii) ছোটনাগপুর মালভূমি (iii) কচ্ছ (kush) (iv) পূর্বঘাট পর্বত 

(7). হাইড্রোজেন ভর্তি একটি বেলুন কখন ফেটে যায়?

(i) বেলুনের ভিতরে চাপের পরিমাণ বেশি থাকে   (ii) বেলুনের ভিতরে চাপের পরিমাণ কম থাকে (iii) এটি একটি সাধারণ ঘটনা (iv) বেলুনের ওপরে অংশটি গলে যায়    

(8). সাধারণ তুলা যন্ত্রে আমরা বস্তুর কি মাপি?

(i) ভর (ii) আয়তন (iii) ঘনত্ব (iv) ওজন  

(9). অর্থনৈতিক বিশ্লেষণের জন্য অর্থনীতিকে __ ভাগে ভাগ করা হয়?

(i) কৃষি,শিল্পোৎপাদন ও সেবা কেন্দ্র (ii) কৃষি শিল্প ও যাতায়াত ক্ষেত্র (iii) প্রাথমিক শিল্পোৎপাদন ও যাতায়াত ক্ষেত্র (iv) প্রাথমিক মাধ্যমিক ও সেবা কেন্দ্র   

(10). কোনটি কেন্দ্রীয়  সরকারের এক্তিয়ারভুক্ত?

(i) বৃত্তি কর (ii) কর্পোরেশন কর (iii) মদের ওপর অন্ত: শুল্ক (iv) ২০০৫ সালে  

Ans: (1) সরোজিনী নাইডু (2) লাহোর (3) 1929 (4) এ.ও হিউম (5) পশ্চিমঘাট (6) কচ্ছ (kush) (7) বেলুনের ভিতরে চাপের পরিমাণ বেশি থাকে (8) ভর (9) প্রাথমিক মাধ্যমিক ও সেবা কেন্দ্র (10) কর্পোরেশন কর।

Join Our Telegram group – Click Here

Join Our Whatsapp Group – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button