PSC Clerkship Practice Set 45: সময় খুব কম, দ্রুত পরীক্ষা প্রস্তুতি শুরু করুন

আমরা প্রতিদিন আমাদের ওয়েবসাইট wbexamguide.com এ PSC Clerkship পরীক্ষার জন্য একটা প্রাকটিস সেট সিরিজ স্টার্ট করেছি। যে সেশানে আমরা প্রতিদিন একটি করে প্রাকটিস সেট আপলোড করে চলেছি। আমরা ইতিমধ্যেই PSC Clerkship এর 44 টি Practice Set আপলোড করে ফেলেছি। যারা সমস্ত প্রাকটিস set গুলিকে দেখে নিয়েছেন, তাদেরকে দ্রুত আমাদের এই নতুন এবং স্পেশাল প্রাকটিস সেটে অংশগ্রহণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

(১). “অষ্টদিগ্গজ” এর পৃষ্ঠপোষক কে ছিলেন?  

(i) দ্বিতীয় দেবরায় (ii) প্রথম দেবরায় (iii) কৃষ্ণদেব রায় (iv) বীর নরসিংহ     

(2). “গঙ্গইকন্ডোচোল”  উপাধি ধারণ করেছিলেন কে?

(i) প্রথম রাজরাজ (ii) প্রথম রাজেন্দ্র (iii) প্রথম কুলোতুঙ্গ (iv) প্রথম রাজাধিরাজ  

(3) “রেহালা” র রাইটার কে?

(i) ইবন বতুতা (ii) আল বেরুনি (iii) আবুল ফজল (iv) বরনী        

(4). সুলতানি যুগের আকবর কাকে বলা হয়?

 (i) আলাউদ্দিন খিলজি (ii) ইলতুৎমিস (iii) ফিরোজ শাহ তুঘলক (iv) গিয়াসুদ্দিন  বলবন     

(5). পশ্চিমবঙ্গের সুন্দরবনে কি ধরণের মৃত্তিকা দেখতে পাওয়া যায়?

(i) লবণাক্ত কাদামাটি (ii) লাল মাটি (iii) কালো মাটি (iv) পলিমাটি    

(6). দামোদার নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে?

(i) ছোটনাগপুর মালভূমি (ii) রাজমহল মালভূমি  (iii) পূর্বঘাট (iv) হিমালয়  

(7). স্ট্যাটোস্ফিয়ারে ওজোন স্তর কি কারণে ক্ষয় হচ্ছে?

(i) কার্বন-ডাই-অক্সাইড (ii) সালফার ডাই অক্সাইড (iii) নাইট্রিক অক্সাইড (iv) ক্লোরো ফ্লুরো কার্বন     

(8). গ্যালভানাইজেশন পদ্ধতিতে কোন দুটিকে একত্রে উত্তপ্ত করা হয়?

(i) ল্যাট্ক্স ও গন্ধক (ii) রবার এবং গন্ধক (iii) রবার ও সিসা (iv) রবার ও ইস্পাত

(9). পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য ব্যয় বিভাগে কি পড়ে?

(i) পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয় (ii) পরিকল্পনা খাতে ব্যয় (iii) লাভজনক  খাতে ব্যয় (iv) উপরের কোনোটিই নয় 

(10). পূর্বে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কি নাম ছিল?

(i) ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ii) ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া (iii) ইন্ডাস্ট্রিয়াল  ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (iv) সেন্ট্রাল  ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  

Ans: (1) কৃষ্ণদেব রায় (2) প্রথম রাজেন্দ্র (3) ইবন বতুতা (4) ফিরোজ শাহ তুঘলক (5) লবণাক্ত কাদামাটি (6) ছোটনাগপুর মালভূমি (7) ক্লোরো ফ্লুরো কার্বন (8) ল্যাট্ক্স ও গন্ধক (9) পরিকল্পনা বহির্ভূত খাতে ব্যয় (10) ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া।

Join Whatsapp Group – Click Here

Join Telegram Channel – Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button