SSC GD Constable Practice Set 10: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable Practice Set 10: আজ থেকেই প্রস্তুতি শুরু করুন

SSC GD Constable exam 2023 র আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সর্বভারতীয় এই চাকরির পরীক্ষায় ইতিমধ্যেই লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী আবেদন করেছে। বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতির বেশিরভাগটাই সম্পূর্ণ করে ফেলেছে। আপনারা সঠিক স্ট্যাটিজর মাধ্যমে এই পরীক্ষার প্রস্তুতি করছেন তো? দ্রুত সঠিক স্ট্রাটিজ সঙ্গে সেল্ফ স্টাডি করুন। এবং প্রস্তুতি আরো নিখুঁত করে তোলার জন্য আমাদের দেওয়া এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করুন।  

(1). কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত?

(i) নানা ফড়ন বিশ (ii) চাণক্য (iii) আলীবর্দী খান  (iv) আবুল ফজল    

(2). বন্দে মাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে?

(i) দুর্গেশ নন্দিনী (ii) পথের দাবি (iii) গোরা (iv) আনন্দমঠ    

(3). “শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়” কার উক্তি?

(i) গান্ধীজী (ii) সি আর দাশ (iii) রাজা গোপালাচারি (iv) বালগঙ্গাধর তিলক    

(4). চিরস্থায়ী ব্যবস্থা কোন ব্যবস্থার বৈশিষ্ট্য? 

(i) মহলওয়ারি ব্যবস্থা (ii) জমিদারি ব্যবস্থা (iii)রায়ওয়ারী ব্যবস্থা (iv) উপরের কোনোটিই নয়     

(5). বায়ুর দ্বারা মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের সব থেকে ভালো উপায় কি?

(i) উদ্ভিদ অপসারণ (ii) বনসৃজন (iii) বাতাসের গতি নিরোধের ব্যবস্থা করা (iv) ড্রাই ফার্মিং     

(6). ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের কোথায় পাওয়া যায়?

(i) পশ্চিমবঙ্গ(মালভূমি অঞ্চল) (ii) বিহার(সমভূমি অঞ্চল) (iii) পশ্চিমঘাট পর্বতের উত্তরাংশে (iv) তামিলনাড়ু (উপকূলীয় অঞ্চল)    

(7).  বায়ুমণ্ডলের কোন যৌগটি বেশি মাত্রায় ফলে গ্রীনহাউস এফেক্ট হয়? 

(i) অ্যামোনিয়া (ii) কার্বন ডাই অক্সাইড (iii) ধূলিকণা (iv) জলীয় বাষ্প  

(8). আয়নায় প্রলেপ দিতে বাণিজ্যিকভাবে কোন কার্বহাইড্রেট ব্যবহৃত হয়ে থাকে?

(i) ফ্রুকটোজ (ii) সুক্রোজ (iii) গ্লুকোজ (iv) সেলুলোজ  

(9). ভারতের কোন রাজ্য মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম?

(i) রাজস্থান (ii) পশ্চিমবঙ্গে (iii) কেরালা (iv) বিহার 

(10). একটি উন্নত অর্থনীতিতে সর্বাধিক কর্মসংস্থান কোন ক্ষেত্রে হয়?

(i) মাধ্যমিক ক্ষেত্রে (ii) প্রাথমিক ক্ষেত্রে (iii) তৃতীয় ক্ষেত্রে (iv) উপরের কোনোটিই নয়   

Ans: (1) চাণক্য (2) আনন্দমঠ (3) বালগঙ্গাধর তিলক (4) জমিদারি ব্যবস্থা (5) বনসৃজন (6) পশ্চিমবঙ্গ( মালভূমি অঞ্চল) (7) কার্বন ডাই অক্সাইড (8) গ্লুকোজ (9) বিহার, (10) তৃতীয় ক্ষেত্রে। 

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button