আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 31th October 2023, চাকরির পরীক্ষায় 100% কমন

আজ আমরা 31শে অক্টোবর 2023 এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এলাম। সরকারি চাকরির প্রস্তুত নেওয়া চাকরিপ্রার্থীদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুত করে রাখা আবশ্যক। চাকরির পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। প্রত্যেকটি পরীক্ষায় একটি বড় নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাওয়া যায়। তাই আপনি যদি মজার চলে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে চোখ বুলিয়ে রাখলে পরীক্ষা প্রস্তুতি অনেকটাই হয়ে যায়। আর কথা না বাড়িয়ে চলুন 31th October 2023 Current Affairs In Bengali দেখে নেওয়া যাক। 

সম্প্রতি ইলেকশন কমিশনার দ্বারা ন্যাশনাল আইকন হিসেবে কাকে নিযুক্ত করা হলো?

(i) রাজকুমার রাও (ii) আয়ুষ্মান খুরানা (iii) রাহুল দ্রাবিড় (iv) মহেন্দ্র সিং ধোনি

Ans. রাজকুমার রাও

মালয়েশিয়ার পরবর্তী রাজা হিসেবে কে নির্বাচিত হলেন?

(i) আল সুলতান আব্দুল্লাহ (ii) সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার (iii) আল সুলতান ইব্রাহিম (iv) এখানে কেউ নয়

Ans. সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কাকে নিযুক্ত করা হলো?

(i) রোহিত শর্মা (ii) শুভমান গিল (iii) মহেন্দ্র সিং ধোনি (iv) শচিন তেন্ডুলকার

Ans. মহেন্দ্র সিং ধোনি

সম্প্রতি কোন রাজ্যের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 124 PM-Shri স্কুল চালু করলেন?

(i) Uttar Pradesh (ii) Haryana (iii) Punjab (iv) Assam  

Ans. Haryana

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা জামরানি বাঁধ প্রকল্প অনুমোদন করেছে, এটি কোন রাজ্যের?

(i) মধ্যপ্রদেশ (ii) বিহার (iii) রাজস্থান (iv) উত্তরাখণ্ড  

Ans. উত্তরাখণ্ড

ভারতীয় বিমান বাহিনীর কমান্ডারদের দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করলেন কে? 

(i) রাজনাথ সিং (ii) নরেন্দ্র মোদি (iii) অনুরাগ ঠাকুর (iv) অমিত শাহ

Ans. রাজনাথ সিং 

কোন খেলোয়াড় ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করলেন?

(১) গ্লেন ম্যাক্সওয়েল (২) রোহিত শর্মা (৩) বাবর আজম (৪) এইডেন মার্করাম

Ans. গ্লেন ম্যাক্সওয়েল

সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে একটি ম্যাচের তিনি মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাকিয়েছেন। 

ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হলো? 

(১) রমেশ পোওয়ার (২) অমল মজুমদার (৩) অজয় জাদেজা (৪) নিখিল চোপড়া

Ans. অমল মজুমদার

ভারতের কোন রাজ্যের প্রতিটি জেলায় হলমার্কিং সেন্টার রয়েছে?

(১) কেরালা (২) হরিয়ানা (৩) মহারাষ্ট্র (৪) উত্তর প্রদেশ

Ans. কেরালা

সম্প্রতি কোন দেশ ‘ forest fire and certification’ বিষয়ে জাতিসংঘ ফোরামের আয়োজন করেছে? 

(১) ব্রাজিল (২) ফ্রান্স (৩) ভারত (৪) দক্ষিণ আফ্রিকা

Ans. ভারত

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button