ICDS Anganwadi Practice Set 24: আজ থেকেই প্রস্তুতি নিন

আজ আমরা ICDS Anganwadi Worker and Helper পরীক্ষারে Practice Set 24 নিয়ে চলে এলাম। এই সমস্ত প্রাক্টিস সেট গুলি আপনার আগত পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ আপনি এই প্র্যাকটিস সেটগুলিতে অংশগ্রহণ করলে বুঝতে পারবেন, যে আপনার এই পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশনের জন্য কোন জায়গাতে বেশি যোগ দিতে হবে। এছাড়াও কি পরিমান প্রস্তুতি নিয়েছেন সেটাও বুঝতে পারবেন।

(1). কোথায় গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল?

(i) নৈনিতাল (ii) আলমোয়ার (iii) রানীক্ষেত (iv) হরিদ্বার     

(2).পরিব্রাজক’ রচনা করেন__

(i) বিদ্যাসাগর  (ii) বিবেকানন্দ (iii) দয়ানন্দ  (iv) সূর্য সেন   

(3). ‘বিবাহ বয়স সম্মতি আইন’ পাস হয়েছিল কার প্রয়াসে?

(i) বি এম মালাবারি (ii) হরি নারায়ন আপতে (iii) কৃষ্ণ শাস্ত্রী চিপকুলংকার (iv) কে  আর  কামা  

(4). নব্য বঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন__

(i) রামমোহন (ii) দেবেন্দ্রনাথ (iii) ডিরোজিও (iv) ডেভি হেয়ার 

(5). কাবেরী নদীর জলবন্টন বিরোধের সহিত যুক্ত রাজ্যগুলি __

(i) তামিলনাড়ু ও কর্ণাটক (ii) অন্ধপ্রদেশ তামিলনাডু (iii) কর্নাটক কেরালা (iv) অন্ধপ্রদেশ ও কর্ণাটক 

(6). গোদাবরীর দৈর্ঘ্য কত?

(i) ১৩০০ কিমি (ii) ১৪৬৫ কিমি  (iii) ১০০০ কিমি  (iv) ১২৯০ কিমি  

(7). মানবদেহের শতকরা কতটা জল থাকে?

(i) 50 (ii) 10 (iii) 33 (iv) 66     

(8). কত সময় পর ম্যালেরিয়া রজার জীবাণু রোগীর রক্তে পাওয়া যায়?

(i) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় (ii) তীব্র জরের পাঁচ ঘন্টা পর (iii)  জ্বর  বৃদ্ধির এক ঘণ্টা পূর্বে (iv) যেকোনো সময়     

(9). রাজ্যসভার সদস্য সর্বাধিক মেয়াদ__

(i)  তিন বছর (ii) ছয় বছর (iii) দুই বছর (iv) চার বছর

(10). রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কত?

(i) ৩১০ এর বেশি নয় (ii) ৩৫০ এর বেশি নয় (iii) ২৫০ এর বেশি নয় (iv) ১৫০ এর বেশি নয়  

Ans: (1) হরিদ্বার (2) বিবেকানন্দ (3) বি এম মালাবারি (4) ডিরোজিও (5) তামিলনাড়ু ও কর্ণাটক (6) ১৪৬৫ কিমি (7) 66 (8) কম্পন সহযোগে তাপ বৃদ্ধির সময় (9)ছয়  বছর (10) ২৫০ এর বেশি নয় 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button