Home পরীক্ষা প্রস্তুতি ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের শেষ আর্জি কি ছিল? এটি অনেকেই জানেনা

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের শেষ আর্জি কি ছিল? এটি অনেকেই জানেনা

0
ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের শেষ আর্জি কি ছিল? এটি অনেকেই জানেনা
ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের শেষ ইচ্ছা কি ছিল? এটি অনেকেই জানেনা

আপনাদের সঙ্গে পথ চলতে চলতে আজকে আমাদের WBPSC Food Sub Inspector কম্পিটিটিভ পরীক্ষার জন্য 47 তম প্র্যাক্টিস সেট নিয়ে উপস্থিত হলাম। প্রত্যেকটি প্র্যাকটিস সেট এর দশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। যে প্রশ্নগুলি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। আপনারা এই প্রশ্নগুলো দেখে বিচার করতে পারবেন সিলেবাসের কোন টপিক গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর কথাটা বাড়িয়ে চলুন আজকের প্র্যাকটিস সেট দেখে নেওয়া যাক। 

(1). ফাসির মঞ্চে ক্ষুদিরামের শেষ ইচ্ছে কি ছিলো?

(i) মাকে দেখতে চেয়েছিলো (ii) বোম তৈরির বিদ্যা শিখিয়ে যেতে চেয়েছিল (iii) বিদ্রোহী ভাইদের সঙ্গে দেখা করতে চেয়েছিল (iv) কোনোটাই না 

(2) মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল? 

(i) কেরল (ii) আসাম (iii) বাংলা (iv) পাঞ্জাব    

(3). মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিল?

(i) বিরসা (ii) সিধু (iii) কোৱা মালা (iv) নীল বাপট

(4). ১৯৫৭ সালে যে বিদ্রোহ হয়েছিল সেই নেতাদের মধ্যে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের কে নয়?

(i) রানী লক্ষ্মীবাঈ (ii) নানা সাহেব (iii) কুনওয়ার সিং (iv) মানসিংহ    

(5). কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?

(i) ইরাবতী (ii) শতদ্রু (iii) ঝিলম (iv) চন্দ্রভাগা 

(6). নর্মদা নদীর উৎপত্তিস্থল__

(i) বিন্ধ পর্বতমালা (ii) অমরকন্টক মালভূমি (iii) পালনি পর্বত (iv) মহাকাল পর্বত 

(7). লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন?

(i) ১২০ দিন (ii) ৬০ দিন (iii) ২৪০ দিন (iv) ১৮০ দিন

(8). স্পিন্ডল তন্তু কোথায় তৈরি হয়?

(i) টিউবিউলিন (ii) ফ্লাজেলীন (iii) ছিটিন (iv) সেলুলোজ

(9). প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করে?

(i) রাজ্যসভা ও লোকসভার সদস্যবৃন্দ (ii) উপরাষ্ট্রপতি (iii) রাষ্ট্রপতি (iv) জনগণ

(10). ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে?

(i) ডক্টর এস রাধাকৃষ্ণণ (ii) জি এস পাঠক (iii) ভিভি গিরি (iv) ডক্টর জাকির হোসেন   

Ans: (1) বোম তৈরির বিদ্যা শিখিয়ে যেতে চেয়েছিল (2) কেরল (3) বিরসা (4) মানসিংহ (5) ঝিলম (6) অমরকন্টক মালভূমি (7) ভিটামিন কে (8) টিউবিউলিন (9) রাষ্ট্রপতি (10)  ডক্টর এস রাধাকৃষ্ণণ। 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here