ICDS Anganwadi Practice Set 06: অ্যাডভান্স প্রাকটিস সেট দেখে নিন

ICDS Anganwadi Helper and Worker এর 06 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে চলে এলাম। আমাদের এই প্রাকটিস সেট গুলি যথেষ্ট অ্যাডভান্স লেভেলের। কারণ, সামনে অনুষ্ঠিত ICDS Anganwadi Helper and Worker পরীক্ষাটি যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ হতে চলেছে। তাই সেই কথা মাথায় রেখে আমাদের অভিজ্ঞ টিম এমন অ্যাডভান্স লেভেলের প্রাকটিস সেট তৈরী করছে। আজকের প্রাকটিস সেট দেখে নিন। 

(1). হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত?

(i) লোথাল (ii) কালিবঙ্গান (iii) রোপার (iv) কোটডিজি

(2). ঋক বৈদিক যুগে নিম্নলিখিত দেবতাদের মধ্যে কে আবির্ভূত হয়নি?

(i) মরুৎ (ii) ইন্দ্র (iii) অদিতি (iv) শিব

(3). এলাহাবাদ স্তম্ভ লিপি কে রচনা করিয়াছেন?

(i) রবি কীর্তি (ii) বানভট্ট (iii) হরিসেন (iv) রুদ্রদমন

(4). নিম্নে উল্লেখিত কোন অঞ্চলটি মরুস্থলি নামে পরিচিত?  

(i) থর মরুভূমি (ii) ডেকান ট্রাপ (iii) কর্ণাটক মালভূমি (iv) মেঘালয় মালভূমি

(5). নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি?

(i) দোদাবেতা (ii) আনাইমুদি (iii) মহাবালেশ্বর (iv) মহেন্দ্র গিরি

(6). ভারতের তুলা চাষের পক্ষে সবথেকে উপযোগী অঞ্চল কোনটি ?

(i) সিন্ধু গাঙ্গেয় সমভূমি (ii) ব্রহ্মপুত্র উপত্যকা (iii) কচ্ছের রান অঞ্চল (iv) দক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল 

(7). বাঁকুড়ায় কি ধরনের মৃত্তিকা দেখা যায়?

(i) পলি মৃত্তিকা (ii) ল্যাটেরাইট মৃত্তিকা (iii) কৃষ্ণ মৃত্তিকা (iv) কাদাময়ী মৃত্তিকা 

(8). পৃথিবীর যে অংশে জীবজগতের বাস সেটা কি নামে পরিচিত?

(i) বারিমন্ডল (ii) শিলামন্ডল (iii) জীব মন্ডল (iv) বায়ুমণ্ডল

(9). আয়নায় প্রলেপ দিতে কোন কার্বাহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়?

(i) ফ্রুকটোজ (ii) সুক্রোজ (iii) গ্লুকোজ (iv) সেলুলোজ 

(10). প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দের অর্থ কি?

(i) ফোস্ফোভিনাইল ক্লোরাইড (ii) পলিভিনাইল কার্বনেট (iii) পলিভিনাইল ক্লোরাইড (iv) ফোস্ফো ভেনাডিয়াম কার্বনেট

Ans: (1). লোথাল, (2) শিব, (3) হরিসেন, (4) থর মরুভূমি, (5) দোদাবেতা, (6) দক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল, (7) ল্যাটেরাইট মৃত্তিকা, (8) কৃষ্ণ মৃত্তিকা, (9) গ্লুকোজ (10) পলিভিনাইল ক্লোরাইড.

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button