WBPSC Clerkship Practice Set 14: আজ থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করুন

রাজ্যে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে WBPSC Clerkship পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। এই পরীক্ষার মাধ্যমে হাজার হাজার ক্লাক-শিপ পদের জন্য যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। তবে এই চাকরি পরীক্ষা যথেষ্ট প্রতিযোগিতা পূর্ণ হতে চলেছে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আপনাকে স্মার্ট ভাবে প্রিপারেশন নিতে হবে। অন্যদের তুলনায় অনেক ভালো প্রস্তুতি নেওয়ার জন্য প্রতিদিন একটি করে প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

(১) ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে মনে করা হয়?

(i) আব্দুল লতিফ (ii) সইয়াদ আমির আলী (iii) বদরুদ্দিন তায়েবজী (iv) স্যার সৈয়দ আহমেদ খান   

(2). রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল__

(i) ১৮৮৫   (ii) ১৮৯৬  (iii) ১৯০৫   (iv) ১৯০২

(3). কলিকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন __

(i) ডেভিড হেয়ার (ii) ড্রিঙ্কওয়াটার বেথুন    (iii) উইলিয়াম জোন্স    (iv) লর্ড বেন্টিং    

(4).`জাতীয় শিক্ষা পরিষদ´ কে অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন __

(i) অরবিন্দ ঘোষ (ii) রাজা এস. সি. মল্লিক   (iii) সতীশ চন্দ্র মুখার্জী  (iv) রবীন্দ্রনাথ ঠাকুর    

(5). নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল?

(i) মনিপুর (ii) অসম (iii) অরুণাচল প্রদেশ (iv) নাগাল্যান্ড 

(6). তিন বিঘা করিডর যোগ করেছে কোন কোন দেশ কে?

(i) ভারত ও ভুটানকে   (ii) ভারত ও বাংলাদেশকে  (iii) ভারত ও চীনকে  (iv) ভারত ও পাকিস্তান কে 

(7).  ADH – এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় তা হলো__

(i) ডায়াবেটিস মেলিটাস    (ii) কুশিং সিনড্রোম    (iii) ডায়াবেটিস ইনসিপিডাস    (iv) গ্রেভে এর রোগ -(Grave s Disease)

(8). নিম্নলিখিত গুলির মধ্য প্রাকৃতিক অক্সিন হলো __

(i) IAA   (ii) NAA   (iii) IBA   (iv) 2,4-D    

(9) ভারতের শাসন ব্যবস্থা কার্যত এই ধরণের __

(i) এককেন্দ্রিক (ii) যুক্তরাষ্ট্রীয় (iii) যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসহ এককেন্দ্রিক (iv) আধা যুক্তরাষ্ট্রীয়   

(10). ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হলো __

(i) সংবিধান (ii) পার্লামেন্ট (iii) জনসাধারণ (iv) এদের কোনোটিই নয় 

Ans: (1) স্যার সৈয়দ আহমেদ খান (2) ১৮৯৬ (3) উইলিয়াম জোন্স (4) রবীন্দ্রনাথ ঠাকুর , (5) অরুণাচল প্রদেশ (6) ভারত ও বাংলাদেশকে,  (7) ডায়াবেটিস ইনসিপিডাস(8)  IAA,(9) যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসহ এককেন্দ্রিক(10)  জনসাধারণ 

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স, নোটস, প্রাকটিস সেট ও অন্যান্য শিক্ষা সংক্রান্ত আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন।

Join Our Telegram groupClick Here

Join Our Whatsapp GroupClick Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button